Kenya Bus Accident (Photo: Twitter)

নাইরোবি, ২৫ জুলাই: মধ্য কেনিয়ায় (Kenya) সেতু (Bridge) থেকে নদী উপত্যকায় (River Valley) পড়ে গেল বাস (Bus)। এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অনেকে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় থারাকা নিথি কাউন্টিতে (Tharaka Nithi County)। মডার্ন কোস্ট কোম্পানির বাসটি মেরু থেকে বন্দর শহর মোম্বাসার দিকে যাচ্ছিল। নিথি ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ৪০ মিটার নিচে নদী উপত্যকায় পড়ে যায়।

থারাকা নিথি কাউন্টি কমিশনার নোবার্ট কোমোরা এনটিভি কেনিয়া টেলিভিশনকে বলেছেন, "এখনও পর্যন্ত আমরা ১৪ জন মহিলা, ১৮ জন পুরুষ এবং ২টি বাচ্চার মৃতদেহ উদ্ধার করেছি। মোট মৃত্যুর সংখ্যা ৩৪। আমরা ১১ জনকে উদ্ধার করেছি, যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।" আরও পড়ুন: Japan Sakurajima Volcano Erupts: জেগে উঠেছে জাপানের সাকুরাজিমা আগ্নেয়গিরি, দেখুন ভিডিও

নেশন কমোরা বলেছে যে প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে যে ব্রেক ফেল করেই বাসটি সেতু থেকে নিচে পড়ে যায়।