মার্কিন যুক্তরাষ্ট্রে ফের শ্য়ুট আউট কাণ্ড। আলাবামার দাদেভিলের এক জন্মদিনের পার্টিতে শ্যুট আউটের অন্তত ২০ জনের মৃত্যু হল। জন্মদিনের পার্টির মাঝে গুলির বর্ষণ শুরু হয়। তাল্লাপোসা কাউন্টির এক ছোট্ট শহরের এক নাচের স্টুডিয়োতে বসেছিল জন্মদিনের আসর।
এক নাবালকের জন্মদিনের কেক কাটার পর স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ বন্দুকের গুলির একে শব্দ শোনা যায়। ঘটনাস্থলে গিয়ে ১২ থেকে ১৪ বছরের ৬ জন কিশোর-কিশোরীর দেহ উদ্ধার করে পুলিশ। আরও পড়ুন-প্রচণ্ড শব্দে দিনের আলোয় ইজরায়েলের ওপর উল্কা বিস্ফোরণ
দেখুন টুইট
BREAKING: At least 20 people shot at birthday party in Dadeville, Alabama - WRBL https://t.co/WLe3Sso6SJ
— BNO News (@BNONews) April 16, 2023
পরে এই কাণ্ডে ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই জন্মদিনের পার্টিতে আমন্ত্রিতরা বেশীরভাগই স্কুল-কলেজের পডুয়া ছিল বলে জানা গিয়েছে। কে বা কারা গুলি চালিয়েছিল তা এখনও জানা যায়নি।