ভিয়েনা, ৩ নভেম্বর: সোমবার রাতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় (Vienna) জঙ্গিহানা। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জন হত। একজন পুলিশকর্তা অন্যজন বন্দুকধারী আততায়ী। ভিয়েনার মধ্য সিনাগগের ছটি জায়গায় একসঙ্গে হামলার ঘটনা ঘটে। সিনাগগের হামলা চলে রাস্তার উপরে। এই গোলাগুলিতে ১৫ জন আহত হয়েছেন। অস্ট্রিয়ান পাবলিক ব্রডকাস্টার ORF জানিয়েছে সোমবার স্থানীয় সময় রাত আটটা নাগাদ হামলা শুরু হয়। সিনাগগের কাছে বেশ কয়েক রাউন্ড গুলি চলে। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে রেখে লাগাতার তল্লাশি শুরু করেছে ভিয়েনা পুলিশ। আততায়ীরা প্রথমে মধ্য ভিয়েনার আকাকিকো রেস্তরাঁয় ঢুকে সেখানে খেতে আসা লোকজনদের পণবন্দি করে। তবে কেন সিনাগগকে টার্গেট করে হামলা চালানো হল তা এখনও স্পষ্ট নয়। আরও পড়ুন-Local Train Resumption Meeting: কবে থেকে চলবে লোকাল ট্রেন? কী নিয়ম লাগু হবে? রাজ্য-রেল বৈঠকে কী সিদ্ধান্ত জানুন বিস্তারিত
#Wien: Die österreichische Bundeshauptstadt ist wegen der Anschläge in der City schwer getroffen. Wiens @BgmLudwig bestätigt soeben, dass eine weitere Frau ihren schweren Verletzungen erlegen ist - somit sind 2 Todesopfer zu beklagen #Vienna #ViennaAttack #W24
— W24 (@Wien24) November 3, 2020
ডেইলি মিররের রিপোর্ট বলছে, ইহুদিদের প্রার্থনা স্থলের কাছে যে সাতজন গুলিবি্ধ হয়েছিলেন তাঁদের প্রত্যেকেই এখন মৃত। এই প্রসঙ্গে অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার দাবি করেন, মধ্য সিনাগগে 'জঙ্গি'রাই এদিন রাতে হামলা চালিয়েছে। আমার বিশ্বাস এটি সন্ত্রাসবাদীদের কর্মকাণ্ড। একের পর এক গুলি চলার খবর ইতিমধ্যেই টুইটের সিরিজ পোস্ট করে ভিয়েনার পুলিশ বিভাগ নিশ্চিত করেছে। একই সঙ্গে অকুস্থল থেকে দূরে থাকার জন্য স্থানীয়দের কাছে আবেদনও রাখা হয়েছে এই টুইটে। একই সঙ্গে জঙ্গিহানার ঘটনার ভিডিও এবং ছবি যাতে শেয়ার না হয় সেজন্য সোশ্যাল মিডিয়া ইউজারদেরও কড়া বার্তা দিয়েছে অস্ট্রিয়ার পুলিশ বিভাগ।