কানাডার হাইকমিশনার ক্যামেরন ম্যাককেই বলেছেন, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যা দিবস উপলক্ষে কানাডায় একটি অনুষ্ঠানের খবরে তিনি হতবাক। টুইট বার্তায় তিনি বলেন, 'কানাডায় ঘৃণা বা হিংসার মহিমার কোনও জায়গা নেই। আমি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।' গত ৪ জুন ব্রাম্পটনে প্রবাসী ভারতীয়দের পাঁচ কিলোমিটার দীর্ঘ কুচকাওয়াজের অংশ হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রীকে তাঁর শিখ দেহরক্ষীদের হাতে হত্যার দৃশ্য সম্বলিত ট্যাবলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল হইচই পড়ে যাওয়ার পর তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ওই ট্যাবলোতে খালিস্তানের পতাকা দেখানো হয়, সঙ্গে একটি পোস্টারে লেখা ছিল 'প্রতিশোধ'। পাঞ্জাবের মানুষ এই ঘটনা দেখে হতবাক হয়ে যান। তারা বলেছে, ইন্দিরা গান্ধী হত্যার ট্যাবলো একটি কুচকাওয়াজে অন্তর্ভুক্ত করায় তীব্র আপত্তি জানাতে ভারতের কানাডার হাইকমিশনারকে তলব করা উচিত।
Tableau depicting Indira Gandhi's assassination was part of parade in Brampton.
How Canada allowed this?
Celebrating the killing of former Prime Minister of India is not freedom of expression.
Shame on Justin Trudeau govt which relies on Khalistani elements for vote bank. pic.twitter.com/mam8TI5URY
— Anshul Saxena (@AskAnshul) June 7, 2023
গোয়েন্দারা মনে করছেন, গত ১ থেকে ৮ জুন অমৃতসরে ভারতীয় সেনার 'অপারেশন ব্লুস্টার'-এর ৩৯তম বার্ষিকীর সঙ্গে এর যোগসূত্র রয়েছে। ১৯৮৪ সালে সেই ঘটনায় স্বর্ণ মন্দিরে বেশ কয়েকটি জীবন দাবি করে এবং এর কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়। 'অপারেশন ব্লুস্টার' ছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে স্বর্ণমন্দির চত্বরে লুকিয়ে থাকা জঙ্গিদের বের করার সামরিক অভিযান। এর আগে ব্র্যাম্পটন প্রদেশে 'ভারতবিরোধী' গ্রাফিটি দিয়ে একটি হিন্দু মন্দিরে ভাঙচুর করা হয়, যা ভারতীয় সম্প্রদায়কে হতবাক করে দেয়।