
Asim Munir Gifts Fake Image to PM Shehbaz Sharif: পহেলগামে পাকিস্তানের জঙ্গি বাহিনী যে হামলা চালিয়েছিল তাঁর প্রত্যাঘাতে ভারতীয় সেনাবাহিনী 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান চালায়। গুঁড়িয়ে দেয় পাকিস্তানের ৯টি বড় বড় জঙ্গিঘাঁটি। ভারতের হামলার পালটা আবার পাক সেনা অপারেশন বুনিয়ান-উন-মারসুস (Bunyan-un-Marsoos) অভিযান চালায়। দুই দেশের মধ্যে টানা কয়েকদিন সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়। তবে শেষমেশ সংঘর্ষ বিরতিতে উপনীত হয়েছে নয়াদিল্লি এবং ইসলামাবাদ। শুরু থেকেই ভারতের বিরুদ্ধে অভিযানে পাক সেনার সাফল্যের গান গাইতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে (Shehbaz Sharif)। আর সেই সাফল্যের প্রমাণ হিসাবে যুদ্ধের একটি ছবি প্রধানমন্ত্রী শাহবাজের হাতে তুলে দিতে দেখা গেল পাক সেনাপ্রধান অসীম মুনিরকে (Asim Munir)। তবে সেই ছবি ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। পাকিস্তানের বিরুদ্ধে উঠেছে মিথ্যাচারের অভিযোগ। দেশের সেনা বাহিনীকে নিয়ে মিথ্যা প্রচার চালানোর অভিযোগ উঠেছে খোদ সেনাপ্রধানের বিরুদ্ধে।
যুদ্ধ জয়ের মিথ্যা ছবি
সম্প্রতি বুনিয়ান-উন-মারসুসের সাফল্য উদযাপনের জন্যে একটি নৈশভোজের আয়োজন হয়েছিল ইসলামাবাদে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বরা। সম্প্রতি ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়েছেন মুনির। সেই নৈশভোজের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফে হাতে একটি ছবি তুলে দেন সেনাপ্রধান অসীম মুনির (Asim Munir)। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামিরিক অভিযানের সাফল্যের স্মরক হিসাবে দেওয়া হয়েছিল এই ছবি। আর ওই ছবির গোড়াতেই রয়েছে গণ্ডগোল। রয়েছে পাকিস্তানের মিথ্যাচার।
ছবি ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল শোরগোল। নেটিবাসীর দাবি, বুনিয়ান-উন-মারসুসের আঁকা এই ছবিটি ভুয়ো। এটি আসলে চিনা সামরিক মহড়ার একটি পুরনো ছবি। ২০১৯ সালে চিনের তরফে প্রথম এই ছবিটি শেয়ার করা হয়েছিল।
চিনের সামরিক হামলার ছবি উপহার প্রধানমন্ত্রী শাহবাজকেঃ
In a bizarre PR stunt, Pak Army Chief Asim Munir gifts PM Shehbaz Sharif an old Chinese military drill photo, claiming it as a ‘strike’ on India.
The image—widely circulated online since 2019—was passed off as evidence of Operation Bunyan al-Marsus.
Netizens slam the propaganda,… pic.twitter.com/fH84SPXQg2
— India Today Global (@ITGGlobal) May 26, 2025
একজন নেটিজেন মন্তব্য করেছেন, 'নিজেদের সামরিক হামলার কোন ছবি নেই তাই চিনের ছবি দিয়ে কাজ চালাতে হচ্ছে'। একজন লিখেছেন, 'এতদিন ভুয়ো বিজয় ছিল, এবার ভুয়ো ছবিও যোগ হয়েছে'।