পাকিস্তানের প্রখ্যাত ইসলামিক স্কলার মৌলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল রবিবার পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে অবস্থিত তালাম্বা শহরে মারা গেছেন বলে জানা গেছে। মিয়া চান্নুর প্রদেশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP in Mian Channu ), মহম্মদ সেলিম পাকিস্তানের প্রিন্টিং সংস্থা ডন প্রকাশনাকে জানিয়েছেন - গুলিবিদ্ধ অবস্থায় আসিমকে তালাম্বা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল,সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এরপর তাঁর মৃতদেহ স্বাস্থ্যকেন্দ্র থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
Asim Jamil Shot Dead: Islamic Scholar Maulana Tariq Jamil's Son Killed in Pakistan's Talamba, Say Reports #AsimJamil #TariqJamil #Pakistan https://t.co/IOwGZWuWNi
— LatestLY (@latestly) October 29, 2023
পাকিস্তানের পঞ্জাব প্রদেশের পুলিশের মুখপাত্র দ্বারা প্রকাশিত বিবৃতিতে মৃত্যুর কারণ হিসাবে "বন্দুকের গুলির" কথা উল্লেখ করা হয়েছে। মুলতানের আঞ্চলিক পুলিশ অফিসার (আরপিও) সোহেল চৌধুরী সংবাদ সংস্থাকে জানান,আসিম তার বাড়ির জিমনেসিয়ামের ভিতরে নিজেই নিজের বুকে গুলি করেন। পরিবারের বিবরণ অনুযায়ী আসিম "আত্মহত্যা" করেছেন বলে জানা গেছে। এছাড়া বাড়ির ভিতর থেকে পুলিশ যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সেখানে আসিমকে নিজেকে বুকে গুলি করতে দেখা যায়। ফুটেজটি এখন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ একটি পোস্টে মৌলানা তারিক জামিল তার ছেলের মৃত্যু্র খবর শেয়ার করে একটি পোস্ট করেছেন। দেখুন সেই পোস্ট
انا للہ وانا الیہ راجعون
آج تلمبہ میں میرے بیٹے عاصم جمیل کا انتقال ہوگیا ہے. اس حادثاتی موت نے ماحول کو سوگوار بنا دیا۔ آپ سب سے گزارش ہے کہ اس غم کے موقع پر ہمیں اپنی دعاؤں میں یاد رکھیں. اللہ میرے فرزند کو جنت الفردوس میں اعلیٰ مقام عطا فرمائے۔
— Tariq Jamil (@TariqJamilOFCL) October 29, 2023