নয়াদিল্লিঃ তখন মাঝ আকাশে বিমান(Flight)। গন্তব্য থেকে খানিক দূরে ভয়ঙ্কর টার্বুলেন্সের(Turbulence) শিকার স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের( Scandinavian Airlines)েএসকে৯৫৭ বিমান। আটলান্টিক মহাসাগরের((Atlantic Ocean) ) উপরে ব্যাপক টার্বুলেন্সের কবলে পড়তে হয় এই বিমানটিকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় স্টকহোম থেকে মায়ামির দিকে রওনা দিয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের এই বিমান। পথে ভয়ঙ্কর টার্বুলেন্সের শিকার হয়ে ইউ-টার্ন নিয়ে কোপেনহেগেনে ফিরতে বাধ্য হয় বিমানটি। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে টার্বুলেন্সের মাত্রা এতটাই তীব্র যে ফ্লাইটের ভিতরে জিনিসপত্র প্রায় ভেঙ্গেচুরে গিয়েছে। ভয়ে চিৎকার করছেন যাত্রীরা।কেউ কেউ ভয়ে রীতিমতো চেঁচিয়ে কাঁদছেন পর্যন্ত। এরপর কোপেনহেগেনে ফেরানোর পর বিমানটি মেরামতের কাজ শুরু হয়। এই ঘটনার পর টার্বুলেন্সের কথা স্বীকার করে বিমানসংস্থা জানায় ওই বিমানে ২৫৪ জন যাত্রী সহ একটি শিশু ছিল। তবে কেউ আহত হননি।
আটলান্টিক মহাসাগরের উপর ভয়ঙ্কর টার্বুলেন্স, ভয়ে আর্তনাদ যাত্রীদের, দেখুন ভিডিয়ো
🚨#WATCH: As Passengers Scream in Fear as a Scandinavian Airlines Flight Encounters Severe Turbulence Over Atlantic Ocean
Watch as passengers scream in fear as Scandinavian Airlines flight The incident happened aboard flight SK957, which departed from… pic.twitter.com/HLmYwKmyFm
— R A W S A L E R T S (@rawsalerts) November 17, 2024