Apple Fraud: অ্যাপল থেকে ১৭ মিলিয়ন ডলার চুরির দায়ে ভারতীয় বংশোদ্ভূত কর্মীর জেল
Apple (Representational Image) (Photo Credit: Twitter)

টেক জায়ান্ট অ্যাপলকে প্রতারণা ও কর ফাঁকি দেওয়ার দায়ে অভিযুক্ত অ্যাপলের প্রাক্তন কর্মী ধীরেন্দ্র প্রসাদকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুধু তাই নয় জরিমানা হিসেবে তাকে দিতে হবে ১৯ মিলিয়ন ডলার। সান জোয়াকুইন কাউন্টির মাউন্টেন হাউসের বাসিন্দা প্রসাদ মেল জালিয়াতির ষড়যন্ত্র এবং ২০২২ সালের ২ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতারণা করার ষড়যন্ত্রের একটি অভিযোগে দোষী সাব্যস্ত হন। অপরাধমূলক আচরণটি ২০০৮ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত প্রসাদের অ্যাপলে চাকরির সময় ঘটে। ওই সময়ের বেশিরভাগ সময় তিনি অ্যাপলের গ্লোবাল সার্ভিস সাপ্লাই চেইনে ছিলেন। পুরনো ডিভাইসে ওয়ারেন্টি রিপেয়ার করার জন্য যে প্রক্রিয়ার মাধ্যমে অ্যাপেল যন্ত্রাংশ কিনতে হয়, সেই প্রক্রিয়াকে সহজতর করার দায়িত্ব ছিল প্রসাদের।

বিচার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে, প্রসাদ তার অবস্থানকে কাজে লাগিয়ে দুটি পৃথক অ্যাপল বিক্রেতার সাথে ষড়যন্ত্র করে প্রতারণা করেছিলেন আর এর ফলে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে যে আইটেম ও সেবাগুলো কখনো পায়নি তার জন্য অর্থ  দিতে হয়েছে যার ফলে অ্যাপল ১৭ মিলিয়ন ডলারের বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। অ্যাপল বিক্রেতাদের সঙ্গে দুটি পৃথক অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকা ছাড়াও, প্রসাদ স্বীকার করেছেন যে তিনি তার প্রকল্পগুলির আয়ের উপর কর ফাঁকি দিয়েছেন।