কাবুল, ১৮ অগাস্ট: আফগানিস্তান জুড়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে তালিবান (Taliban) বিরোধী আন্দোলন৷ জালালাবাদের পূর্ব দিকে ইতিমধ্যেই তালিবান বিরোধী আওয়াজ উঠতে শুরু করেছে৷ যার মধ্যে খোস্ত প্রদেশে সবচেয়ে বেশি তালিবান বিরোধী আওয়াজ উঠতে শুরু করেছে ৷
আল জাজিরার খবর অনুযায়ী, মঙ্গলবার থেকে খোস্ত প্রদেশে তালিবান বিরোধী আওয়াজ উঠতে শুরু করেছে৷ এমনকী, খোস্ত প্রদেশে তালিবানের পতাকা নামিয়ে সেখানে আফগানিস্তানের (Afghanistan) পতাকা ওড়াতে শুরু করেন সাধারণ মানুষ৷ এরপরই জালালাবাদেও শুরু হয় তালিবান বিরোধী আন্দোলন৷ যার জেরে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায় তালিবান৷ জঙ্গিদের গুলিতে ৩ জনের মৃত্যু হয় ঘটনাস্থলে৷ আহত হন ১০০-রও বেশি৷
তালিবানের পতাকা সরিয়ে জাতীয় পতাকা তুলতে গেলে জালালাবাদের (Jalalabad) পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে৷ এরপরই বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় তালিবান৷ বিক্ষোভকারীদের কথায়, তালিবানের পতাকা সরিয়ে কীভাবে জাতীয় পতাকা তোলা হয়, সেই ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে৷ তালিবান জাতীয় পতাকা আবার সরিয়ে দেবে, এসব জানা সত্ত্বেও বিক্ষোভ আন্দোলন বন্ধ হবে না বলে জানান স্থানীয় মানুষজন৷
আরও পড়ুন: Taslima Nasreen: 'কীভাবে মহিলাদের সম্মান করতে হয় বর্বর তালিবান জানে না', আক্রমণ তসলিমার
এদিকে আফগানিস্তান থেকে যাঁরা পালাতে শুরু করেন, তাঁদের আমেরিকা (US), ব্রিটেন, কানাডার মতো পশ্চিমী দেশগুলিতে আশ্রয় দেওয়া হচ্ছে৷ রাষ্ট্রসংঘের আবেদন অনুযায়ী, গৃহহীন আফগানদের শরণার্থী শিবিরে রাখা হচ্ছে বলে জানা যাচ্ছে৷
এদিকে আফগানিস্তান থেকে গৃহহারাদের কিছুতেই সাময়িকভাবে বাংলাদেশে (Bangladesh) আশ্রয় দিতে পারবে না বলে জানিয়েছে ঢাকা (Dhaka)৷ মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের নিয়ে বিপর্যস্ত বাংলাদেশ৷ তাই নতুন করে আর কোনও শরণার্থীকে তাঁরা আশ্রয় দিতে পারবে না বলে স্পষ্ট জানানো হয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে৷