China Covid Protest (Photo Credit: Screen Grab)

বেজিং. ৩০ নভেম্বর: শি জিনপিংয়ের ( Xi Jinping) জিরো কোভিড (COVID 19) পলিসির বিরুদ্ধে রাস্তায় নামলেন চিনের সাধারণ মানুষ। জিনপিংয়ের জিরো কোভিড পলিসির বিরুদ্ধে রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ শুরু করেন চিনের সাধারণ মানুষ। জিনপিংয়ের জিরো কোভিড পলিসির বিরুদ্ধে হাইজু জেলার গুয়াংঝাউতে প্রতিবাদ সবচেয়ে তীব্র হয়ে উঠতে শুরু করেছে। বিক্ষোভকারীদের দমাতে  পুলিশ মোতায়েন করা হয় গুয়াংঝাউয়ের রাস্তায়। পুলিশ দেখে বিক্ষোভ আরও তীব্র হয়ে উঠতে শুরু করে। পুলিশকে লক্ষ্য করে গ্লাস, লাঠি ছুঁড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। গুয়াংঝাউয়ের পাশাপাশি বেজিং থেকে সাংহাইতেও বিক্ষোভ শুরু হয়। চিনের (China) সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ শুরু করেন সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের দমাতে পুলিশ যেমন শিল্ড-সহ সমস্ত পদক্ষেপ করে রাস্তায় নামে।  দেখুন চিনের সেই বিক্ষোভের ভিডিয়ো...

আরও পড়ুন: COVID 19 In China: চিনে উর্দ্ধমুখী করোনা গ্রাফ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২,৯৪৩, আতঙ্ক দেশ জুড়ে

কোভিড সংক্রমণ চিনে ফের নতুন করে হু হু করে বাড়তে শুরু করেছে। করোনা সংক্রমণ যখন বাগে আসছে না, সেই সময় এবার সে দেশের লকডাউন পলিসির বিরুদ্ধে যেমন মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেছেন, তেমনি জিনপিংয়ের পদত্যাগের দাবিতেও সরব হচ্ছেন কয়েক হাজার মানুষ।