হামাসের আক্রমনের পাল্টা হিসেবে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইজরায়েল। যার কারণে মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে প্যালেস্তানীয়দের। এবার তাই যুদ্ধ বন্ধের দাবিতে আমেরিকার রাস্তাতে ফের আরেকবার উঠল যুদ্ধ বন্ধের দাবি।
শনিবার নিউইয়র্ক, ন্যাশভিলি, সিনসিনাটি, লাস ভেগাস, ওরোনো মেইনি থেকে দাবি ওঠে যুদ্ধ বন্ধের। বিভিন্ন ধরনের পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে এই মিছিলে যেতে দেখা যায় বহু সাধারণ মানুষকে।
৭ অক্টোবর হামাসের আক্রমনে ১৪০০ ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়, তার পাল্টা হিসেবে হামাসকে খতম করতে গিয়ে ৯ হাজারেরও বেশি সাধারণ মানুষকে হত্যা করে ইজরায়েল(Israel)।
গাজায় আকাশপথে অভিযানের পর স্থল পথে অভিযানে নেমেছে ইজরায়েলি বাহিনী। হামাসের সঙ্গে মারাত্বক লড়াই জারি রয়েছে তাদের। বেশ কয়েকজন হামাসের মূল নেতাকে খতম করার দাবি জানালেও পাল্টা হামাসের প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে বেশ কয়েজন ইজরায়েলি সেনার।
বিভিন্ন দেশ থেকে যুদ্ধ বন্ধ করার দাবি জানালেও সে কথায় কর্ণপাত না করেই চলছে প্রচুর বোমাবাজি।ইতিমধ্যেই বেশ কিছু দেশের তরফে তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। যুদ্ধ বন্ধ না হলে তা যে আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে তা বলার অপেক্ষা রাখেনা।
Protestors storm streets of American cities to criticise Israel's military campaign in Gaza
Read @ANI Story | https://t.co/qzaAaAd9or#Israel #Gaza #Hamas #US #protests pic.twitter.com/dKBRGePEkg
— ANI Digital (@ani_digital) November 5, 2023