Nevada Plane Crash: প্রবল তুষারপাতের মাঝে নেভাদায় ভেঙে পড়ল মেডিক্যাল অ্যাম্বুলেন্স কপ্টার, হত রোগী সহ ৫, দেখুন ভিডিয়ো
US Plane Crash (Photo Credit: Youtube Screen Grab)

মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদায় এক মেডিক্যাল কপ্টার অ্যাম্বুলেন্সে বড় দুর্ঘটনা। নেভাদার উত্তরে পাহাড়ি অঞ্চল দিয়ে গুরুতর অসুস্থ এক ব্যক্তিকে আকাশে উড়িয়ে যাওয়ার সময় কপ্টারটি দুর্ঘটনায় পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ার আগে কোনও কিছুর সঙ্গে ধাক্কা লেগে কপ্টারটি থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

কপ্টারটিতে থাকা এক রোগী, পাইলট সহ পাঁচজন যাত্রীই প্রাণ হারান। অ্যাম্বুলেন্স কপ্টারটি ২১ বছরের পুরনো, এবং কিছু যন্ত্রাংশ খারাপ ছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় ওই অঞ্চলে তখন মারাত্মক তুষার ঝড় চলছিল। কপ্টারটির পাইলটের দৃশ্যমান্যতা শূন্য ছিলও বলে শোনা যাচ্ছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে খারাপ আবহাওয়া বলেই মনে করা হচ্ছে।  আরও পড়ুন-জাপানের পর বড় ভূমিকম্প এবার অস্ট্রেলিয়ার প্রতিবেশী পাপুয়া নিউ গিনিতে, কম্পন আফগানিস্তানেও

দেখুন ভিডিয়ো

দেখুন টুইট

দুর্ঘটনার দু ঘণ্টার পর পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়। রোগী, পাইলট ছাড়াও কপ্টারটিতে ছিলেন রোগীর আত্মীয়রা। এই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। রোগীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই দুর্গম পরিবেশও মেডিক্যাল কপ্টার অ্যাম্বুলেন্সটিকে ওড়ার বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল।