Ayatollah Ali Khamenei (Photo Credit: X)

দিল্লি, ১৭ জুলাই: ইরানের (Iran) সুপ্রিম লিডার তথা প্রধান ধর্মগুরু আয়াতোল্লা আলি খামেইনি (Ali Khamenei) আবার সুর চড়ালেন। খামেইনি বলেন, আমেরিকা (US) বা ইজরায়েল (Israel) যদি আবার নতুন করে হামলার চেষ্টা চালায়, তাহলে তার ফল ভাল হবে না। আমেরিকা এবং ইজরায়েলের উপর বড়সড় হামলা চালানোর হুমকি দিয়েছেন খামেইনি। তিনি আরও বলেন, এই তো সবে শুরু। এরপরও যদি কেউ ইরানের উপর হামলার কথা চিন্তা করে,তাহলে তার প্রত্যঘ্যাত যে কতটা শক্তি নিয়ে করা হবে, তা কেউ কল্পনা করতে পারছে না। বর্তমানে পশ্চিমী দেশগুলি যেভাবে ইরানকে বয়কটের চিন্তাভাবনা করছে, তা করলে ভুল হবে। ইরানের পরমাণু কেন্দ্রে যদি কেউ হামলা চালায় এবং তেহরানকে বয়কটের চেষ্টা করে, তাহলে তার ফল একেবারেই ভাল হবে না বলে স্পষ্ট জানান খামেইনি।

আরও পড়ুন: Ali Khamenei: আলি খামেনির জীবনদশাতেই গোপনে তাঁর উত্তরসূরি বাচাই, ইরানের পরবর্তী শীর্ষনেতা হলেন...

প্রসঙ্গত ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে ইজরায়েল যেমন হামলা চালিয়েছে তেমনি আমেরিকাও  হানাদারি চালায়। তারপরই ইজরায়েলের দিকে একের পর এক মিসাইল ছুঁড়তে শুরু করে তেহরান। তেমনি কাতারে যে সেনা ক্যাম্প রয়েছে আমেরিকার, সেখানেও ড্রোন হামলা শুরু করে ইরান। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ময়দানে নামেন এবং ইরান, ইজরায়েলের মধ্যে যুদ্ধ বিরতির জন্য দুই দেশকে সম্মত করান।

তবে সংঘর্ষ বিরতি যতই হোক না কেন, ইরানের উপর হামলা হলে তেহরান ছেড়ে কথা বলবে না বলে স্পষ্ট জানান আলি খামেইনি।