গত বছর ৭ অক্টোবর হওয়া ইজরায়েলে হামাস হানার পর প্রতিশোধের আগুনে জ্বলে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে ইজরায়েল। হামাসের হাতে থাকা প্যালেস্টাইনের গাজা, রাফাকে পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত করার পর লেবাননের দিকে চোখ দিয়েছে ইজরায়েল।
হামাস ঘাঁটি ভাঙার ইজরায়েল সেনা লেবাননে হিজবুল্লার আস্তানায় বোমা হামলায় গুঁড়িয়ে দিচ্ছে। ইজরায়েলের এমন কিছু বোমারু বিমানের হামলায় দাহিয়াতে প্রাণ হারিয়েছেন হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসারুল্লা। এরপরই তাদের সুপ্রিম নেতা আলি খামেনির নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসল। আলি খামেনি-কে এমন এক জায়গায় সরানো হয়েছে যেখানে ইজরায়েলের সেনা বা গোয়েন্দাদের হাত পৌঁছনো সম্ভব নয় বলে দাবি ইরানের।
নিরাপদে সরানো হল ইরানের সুপ্রিম নেতা আলি খামেনিকে
#Khamenei: Future of Region to Be Shaped by Resistance Forceshttps://t.co/e5hKlo9Qv6 pic.twitter.com/l8x4IJAgzw
— Kataeb.Org in English (@Kataeb_Eng) September 28, 2024
এর আগে চলতি বছর মে মাসে রহস্যজনকভাবে বিমান দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রামি রাইসি। রাইসির মৃত্যুর পিছনে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রত্যক্ষ হাত ছিল বলে দাবি করেছিল ইরান। রাইসি-র মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে সুপ্রিম নেতার আসনে বসেন আলি খামেনি।