ইজরায়েল হামাস যুদ্ধে বাদ যাচ্ছে না হাসপাতালও। গাজার সবথেকে বড় হাসপাতালে হামাসের খোঁজে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। হামলার জেরে লন্ডভন্ড হয়েছে আল শিফা হাসপাতাল। এবার সেই হাসপাতালে ঢুকে অবস্থা বর্ণনা করলেন ডাব্লিউএইচও কর্মীরা। হাসপাতালে ঢুকে বিষয়টির বর্ণনা দিতে গিয়ে তারা জানিয়েছেন যে আইডিএফের আক্রমনে হাসপাতাল যেন মৃত্যুপুরী। তাদের পক্ষ থেকে রোগীগুলিকে বের করে নিয়ে আসার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে।
আইডিএফের দাবি আলশিফা হাসপাতালটিকে যুদ্ধের কেন্দ্র বানিয়ে রেখেছে হামাস। হাসপাতালের মধ্যে দিয়েই নাকি টানেল বানিয়ে রেখেছে তারা।যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এবং গাজা স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে খারিজ করা হয়েছে এই দাবি।
এছড়া হাসপাতালের মধ্যেই নাকি ২ টি পণবন্দি নাগরিককে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি আইডিএফের। হাসপাতালটিকে পণবন্দীদের রাখার স্থান হিসেবে ঠিক করা হয়েছিল বলে দাবি করেছে ইজরায়েলের সেনাবাহিনী।
৭ অক্টোবরের হামলার পর থেকে এখনও পর্যন্ত ১২ হাজার প্যালেস্তানীয় মানুষ নিহত হয়েছেন ইজরায়েলের এই আগ্রাসী হানায়।অপরদিকে গাজায় স্থল অভিযানে নেমে প্রাণ হারিয়েছেন বেশ কিছু সেনাও।
WHO visits Al-Shifa hospital, calls it 'death zone'
Read: https://t.co/DHbw0uwBgi pic.twitter.com/EF5PMDuxPe
— IANS (@ians_india) November 19, 2023