Photo Credit (Twiter)

আর্থিক মন্দার জেরে কর্মী ছাঁটাই অব্যাহত। এবার ছাটাইয়ের পথে হাঁটতে চলেছে বিখ্যাত হসপিটালিটি ফার্ম এয়ারবিএনবি। সংস্থার ৩০ শতাংশ কর্মী ছাটাই করতে চলেছে তারা। যদিও ২০২২ সালে এই সংস্থা লাভের মুখ দেখেছিল বলে জানা গেছে।

২০২২ সালে তাদের ১.৯ বিলিয়ন লাভ হয়েছে বলে জানিয়েছিল এয়ারবিএনবি। আগামীদিনে তাদের আরও কর্মচারীর প্রয়োজন ছিল বলে জানিয়েছিল এই সংস্থা। তবে সবাইকে চমকে দিয়ে হঠাৎ ৩০ শতাংশ কর্মী ছাটাইয়ের পথে হাঁটছে এই সংস্থা।

সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার ব্রায়েন চেক্সি গত বছর জানিয়েছিলেন আর্থিক মন্দা তাদের ব্যবসায় ওপর কোন প্রভাব ফেলবে না। তার পরেই হঠাৎ এই সিদ্ধান্ত অথৈ জলে কর্মচারীরা।

কোভিড পরিস্থিতিতেও এয়াবিএনবির তরফে ২৫ শতাংশ কর্মচারী ছাঁটাই করা হয়েছিল।শুধু এয়াবিএনবি নয় আর্থিক মন্দার জেরে ছাঁটাইয়ের পথে হাঁটতে বাধ্য হয়েছে টুইটার, অ্যাপেল, জেনারেল মোটরস থেকে আরও বড় বড় সংস্থাও।