দুবাই থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসে ফ্লাইটে এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ায়, পাকিস্তানের করাচিতে জরুরী অবতরণ করল বিমানটিকে। এদিন, রবিবার দুবাইয়ে সকাল ৮টা ৫১ মিনিটে ছাড়ার ঘণ্টা তিনেক পর এয়ার ইন্ডিয়ারে সেই বিমানের এক যাত্রী গুরুতর অসুস্থ বোধ করেন। তারপর বিমানের ক্রু-রা সিদ্ধান্ত প্রয়োজনীয় অনুমতি নেওয়ার পর, করাচিতে জরুরী অবতরণের সিদ্ধান্ত নেন। নিয়ম মেনে ভারতের বিমানটিকে অবতরণের অনুমতি দেয় করাচি বিমানবন্দর (Jinnah International Airport)-র এয়ার ট্র্য়াফিক কন্ট্রোল।
পাকিস্তানের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে ( Jinnah International Airport) জরুরী অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমানটি। সেখানে নামার পর ডাক্তাররা চিকিতসা শুরু করেন বিমানের ভিতর থাকা যাত্রীটিকে।
দেখুন এক্স
Air India Express flight diverted to Karachi due to medical emergency https://t.co/HkXZgIcMyr
— OTV (@otvnews) October 15, 2023
ঘণ্টা দুয়েক পর করাচির বিমানবন্দর থেকে অমৃতসরের উদ্দেশ্য রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বিমানটি।