Plane Catches Fire Video: মাঝ আকাশে এয়ার চায়নার বিমানের ইঞ্জিনে ভয়বাহ আগুন, ধোঁয়ায় ঢেকে গেলেন যাত্রীরা, দেখুন ভিডিয়ো
Air China A320neo evacuated. (Photo Credits: Twitter)

Air China Flight Engine Fire: সিঙ্গাপুরগামী চিনের এক আন্তর্জাতিক বিমানে দুর্ঘটনা। চিনের ছেংদু থেকে উড়ে আসা এয়ার চায়নার (Air China A320neo) সেই বিমানে যান্ত্রিক ত্রুটিতে ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপর এয়ার ট্র্য়াফিক কন্ট্রোলের নির্দেশে সিঙ্গাপুরের ছানগি বিমানবন্দরে জরুরী অবতরণ করে। বিমানটি একটি ইঞ্জিন আগুন ধরে পুরো বিকল হয়ে যায়। আগুন ধরায় বিমানের ভিতর পুরো ধোঁয়ায় ভরে যায়।

ইঞ্জিনে আগুন ধরার পর বিমানের ভিতর ধোঁয়ায় ঢেকে যাওয়ার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায়। বিমানটির ভিতর থাকা সব যাত্রী ও বিমানের ক্রু-দের নিরাপদে নামানো সম্ভব হয়েছে। তবে কয়েকজন যাত্রী ধোঁয়া ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন।

দেখুন ভিডিয়ো

দেখুন ছবি ও ভিডিয়োতে

এয়ার চায়নার CA403 TFU-SIN বিমানটি চার বছরের পুরনো। তাতে কোনও রকম যান্ত্রিক ত্রুটি ছিল না বলে দাবি।