
দিল্লি, ৬ জুন: পাকিস্তানের মিথ্যাচার ক্রমশ বাড়ছে। আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার করছে পাকিস্তান। যার অন্যতম প্রধান অংশ বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto)। পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেন, পহেলগামে (Pahalgam Terror Attack) যে হামলা হয়েছে, সেখান যে পাকিস্তান (Pakistan) জড়িত, তার প্রমাণ দিক ভারত। যেভাবে যুদ্ধের সীমা ভারত কমিয়ে আনছে, তাতে ভবিষ্যতে দুই দেশের মাঝে পারমাণবিক সংঘর্ষ হতে পারে বলে হুমকি দেন বিলাওয়াল। পাশাপাশি ভারত (India) যদি দ্বিতীয়বার আবার হামলা চালায়, তাহলে তার প্রতিরোধ পাকিস্তান কীভাব করবে, সেই ইঙ্গিতও বিলাওয়াল দেন। এর সঙ্গেই তিনি পরমাণু হামলার (Nuclear war) হুমকি দেন।
শুধু তাই নয়, ভারতের সামরিক সংহার বন্ধ হয়নি। অপারেশন সিঁদূর (Operation Sindoor)বিলাওয়াল ভুট্টো, চলমান একটি প্রক্রিয়া বলে বার বার দিল্লি দাবি করছে। ফলে পাকিস্তান এর বিরুদ্ধে কীভাবে তৈরি থাকবে, সে বিষয়েও মন্তব্য করতে শোনা যায় বেনজ়ির ভুট্টোর পুত্রকে।
প্রসঙ্গত অরপারেশন সিঁদূর সম্পর্কে বোঝাতে ভারত যখন বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে, সেই সময় দিল্লির দেখাদেখি পাকিস্তানও বিলাওয়াল ভুট্টোকে আমেরিকায় পাঠায়।
প্রসঙ্গত সিন্ধু চুক্তি (Indus Treaty) যখন স্থগিত করা হয় ভারতের তরফে, তখনও সুর চড়াতে শোনা যায় বিলাওয়াল ভুট্টোকে। সিন্ধু দিয়ে জল না গড়ালে, রক্ত বইবে বলে হুমকি দেন বিলাওয়াল। যা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। এক নাগাড়ে সমালোচনা শুরু হলে, বিলাওয়ালকে পালটা বলতে শোনা যায়, তিনি যুদ্ধ করবেন বলে সীমান্তে বন্দুক নিয়ে বসে নেই। কিংবা পাকিস্তানের কোনও প্রশাসনের কোনও পদেও নেই। যা বলেছেন, তা ভাবাবেগ থেকেই বলেছেন বলে মন্তব্য করেন বিলাওয়াল।