দিল্লি, ২৯ জুলাই: সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল এক ভারতীয় বংশোদ্ভুদ (Indian-Origin Pilot)বিমান চালককে। রবিবার সকাল ৭.০৫ মিনিটে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই চালককে গ্রেফতার করা হয়। সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে ডেল্টা এয়ার লাইন্সের বিমান এসে দাঁড়ালে, তখনই সেখান থেকে নামেননি চালক। ১০ মিনিট পর বিমান থেকে চালক ককপিট (Delta Airlines Pilot) থেকে নামার তোড়জোড় করলে, তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর।
রুস্তম ভাগওয়াগর নামে ওই বিমান চালককে কেন গ্রেফতার করা হল, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিমানের ককপিট থেকেই রুস্তম নামে ওই চালককে হাতকড়া পরিয়ে নীচে নামানো হয়। শিশুর সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগে রুস্তমকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।
ডেল্টা এয়ারলাইন্সের তরফে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে জানানো হয়েছে, রুস্তম ভাগওয়াগর কী করেছেন, সে বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। সব বিষয়ে তদন্ত করে, তবেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ভারতীয় বংশোদ্ভুদ ওই বিমান চালক।