দিল্লি, ১৫ সেপ্টেম্বর: ভারতের (India) ১.৪ বিলিয়ন মানুষ বসবাস করে। এমনই দাবি করে দিল্লি (Delhi)। অথচ আমেরিকা (US) থেকে তারা এক দানা ভুট্টাও (Corn) কেনে না। এমন মার্কিন প্রশাসনের তরফে এমনই মন্তব্য় করা হল। আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, দিল্লিকে শুল্ক কমাতে হবে। না হলে আমেরিকার সঙ্গে ভারত ব্যবসা করতে পারবে না। শুল্ক কম না করলে, আমেরিকার সঙ্গে ব্যবসা করতে ভারতকে সমস্যার মুখোমখি হতে হবে ভবিষ্যতে আরও।
ভারত, ব্রাজিল এবং কানাডার সঙ্গে আমেরিকা কি বাণিজ্য সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করছে না উচ্চ শুল্ক ধার্য করে? যার উত্তরে ট্রাম্প (Donald Trump) প্রশাসনের আধিকারিক হাওয়ার্ড লুটনিক ভুট্টার প্রসঙ্গ তোলেন। সেই সঙ্গে আমেরিকা থেকে ভারত একদানাও ভুট্টা কিনছে না বলে মন্তব্য করেন তিনি।
ভারত সব সময় নিজেদের পণ্য বিক্রি করে আমেরিকার কাছ থেকে সুবিধা নেয়। আমেরিকার বাজার ভারতের জন্য খোলা। অথচ মার্কিন মুলুক থেকে দিল্লি কোনও ধরনের ভুট্টা আমদানি করে না। ফলে দুই দেশ যাতে সঠিকভাবে ব্যবসা করে এবংসমান্তরাল পথ বাণিজ্যের ক্ষেত্রে খোলা রাখে, সেই আবেদন মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন বলে উচ্চ শুল্ক প্রসঙ্গে মন্তব্য করতে শোনা যায় ট্রাম্প আধিকারিককে।
হাওয়ার্ড লুটনিকের আরও প্রশ্ন, ভারতে যখন ১.৪ বিলিয়ন মানুষ বসবাস করেন তাহলে তাঁরা কেন আমেরিকা থেকে ভুট্টা কেনবেন না? ভারত যখন আমেরিকার কাছ থেকে সুবিধা নিচ্ছে, তখন দিল্লিরও উচিত ওয়াশিংটনের জন্য লাভের রাস্তা খুলে রাখা। এমন মন্তব্যও ট্রাম্প প্রশাসনের এই আধিকারিককে করতে শোনা যায়।
মার্কিন প্রেসিডেন্ট শুধু বলেছেন, তোমাদের শুল্ক কমাও। আমরা যেভাবে তোমাদের জন্য পথ খোলা রাখি, তোমরাও আমাদের জন্য রাস্তা খোলা রাখ। এমনই দাবিই ট্রাম্প করেছেন বলে তাঁর আধিকারিকের তরফে মন্তব্য করা হয়।