দিল্লি, ১২ সেপ্টেম্বর: ভারতীয় বংশোদ্ভুদ (Indian Woman) চন্দ্রমৌলি নাগামাল্লাইয়াকে নৃশংস খুনের ঘটনায় তোলপাড় আমেরিকা। চন্দ্র নাগামালাইকে ডালাসের একটি মোটেলে নির্মমভাবে হত্য়ার পর যেভাবে তাঁর মাথা ছুঁড়ে ফেলা হয় পার্কিং লয়ে, সেই ভিডিয়ো দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব।
জানা যায়, চন্দ্রমৌলি নাগামালাইয়াকে (Indian Origin Man Beheaded) খুন করেছে কিউবার এক বেআইনি অভিবাসী। কিউবার ওই অবৈধ অভিবাসী মার্টিনেজ় যেভাবে চন্দ্রের স্ত্রী, পুত্রের সামনে তাঁর ধড় থেকে মাথা পৃথক করে, পার্কিং লটে গিয়ে তা ছুঁড়ে ফেলে, সেই ভিডিয়ো গোটা বিশ্বকে তোলপাড় করে দেয়। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, অবৈধ অভিবাসীরা যাতে আমেরিকায় থাকতে না পারে, তার জন্য কড়া পদক্ষেপ করা হবে। অবৈধ অভিবাসীদের আমেরিকায় থাকার পালা শেষ হয়েছে। এমনকী অবৈধ অভিবাসীদের এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী হিসেবেও সম্মোধন করেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, চন্দ্রমৌলি নাগামালাইয়াকে খুনের ঘটনা তিনি জানেন। তাই কিউবার ওই অবৈধ অভিবাসী মার্টিনেজ়ের যাতে সঠিক শাস্তি হয়, সে বিষয়ে তিনি পদক্ষেপ করবেন বলেও জানান ট্রাম্প।
কী হয় গত ১০ সেপ্টেম্বর
গত ১০ সেপ্টেম্বর ডালাসের একটি মোটেলে ভারতীয় বংশোদ্ভুদ চন্দ্র নাগামালাইয়ার সঙ্গে মার্টিনেজ়ের ওয়াশিং মেশিন নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। ওই কথা কাটাকাটির সময়ই মার্টিনেজ় চরম অসভ্যতামি করে চন্দ্রের মাথা দেহ থেকে পৃথক করে দেয়। এরপর সেই কাটা মুণ্ডু নিয়ে মার্টিনেজ় দৌঁড়তে শুরু করে।
চন্দ্রের কাটা মাথা নিয়ে দৌঁড়ে গিয়ে পার্কিং লটে তা ছুঁড়ে ফেলে দেয় মার্টিনেজ়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তা ভাইরাল হয়ে যায় হু হু করে।