ঢাকা, ২৬ নভেম্বর: সন্ত্রাসবাদের সঙ্গে কোনওভাবে আপস করে না কিংবা করবেও না ইসকন। পৃথিবীর যে প্রান্তে যে কোনও সন্ত্রাসবাদ হোক না কেন, তার সঙ্গে ইসকনের তরফে কোনওভাবে আপস করা হবে না। চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) গ্রেফতারির পর ইসকনের (ISKCON) তরফে এভাবেই বিবৃতি প্রকাশ করা হয়। পাশাপাশি দিল্লির (India) তরফে যাতে বাংলাদেশ (Bangladesh) রকারের সঙ্গে এ বিষয়ে কথা বলা হয়, সে বিষয়েও আবেদন জানানো হয় ইসকনের তরফে। চিন্ময়কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্ত করুক বাংলাদেশ সরকার। ইসকন সব সময় শান্তি এবং সুস্থিতির প্রতিবিম্ব হিসেবে কাজ করে। তাই চিন্ময়কৃষ্ণ দাসের তরফে এমন কোনও কাজ করা হবে না, যা বাংলাদেশের শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করে। এমনও জানানো হয় সংশ্লিষ্ট সংগঠনের তরফে।
যে অভিযোগ ইসকনের বিরুদ্ধে করা হচ্ছে, তা একেবারে ভিত্তিহীন। এর সঙ্গে সত্যের কোনও যোগ নেই বলেও জানায় ইসকন। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে ইসকন জানায়, বিশ্বের যে প্রান্তেই কোনও সন্ত্রাসবাদের ঘটনা হোক না কেন, ইসকন তার বিরুদ্ধে লড়াই করবে। তাই সন্ত্রাসবাদের সঙ্গে ইসকনের নাম যুক্ত করা একেবারে অহেতুক এবং ভিত্তিহিন। চিন্ময়কৃষ্ণ দাসকে যাতে বাংলাদেশ সরকার শিগগিরই মুক্ত করে, সে বিষয়েও জানানো হয় আবেদন।
চিন্ময়কৃষ্ণ দাস ঢাকা বিমানবন্দরে হাজির হলে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর চিন্ময়কৃষ্ণ দাসকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে বাংলাদেশ পুলিশ কোনও ধরনের তথ্য প্রকাশ করেনি। কার্যত লুকিয়েই রাখা হয়েছে ইসকনের এই ধর্মীয়গুরুকে।
চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর ঢাকা, চট্টগ্রাম-সহ একাধিক জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ, প্রতিবাদ শুরু করেন বলে খবর।