Photo Credits: ANI

কাবুল: বৃহস্পতিবার ভারতের (India) ২০২৩-২৪ আর্থিক বর্ষের কেন্দ্রীয় বাজেটকে (Union Budget 2023-24) স্বাগত জানিয়েছে আফগানিস্তানের তালিবান শাসকরা (Afghanistan's Taliban Government)। এই বাজেটে ঘোষিত তাদের জন্য বরাদ্দ সাহায্যের ফলে দু দেশের সম্পর্ক আরও ভালো হবে বলেই মনে করছে তারা।

গতকাল ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় (Indian Finance Minister) বাজেট ঘোষণার সময় আফগানিস্তানের উন্নয়নের (development) জন্য ২০০ কোটি টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন। আফগানিস্তানের শাসন ক্ষমতায় তালিবান সরকার আসার পরেই এটা দ্বিতীয় বছর যখন ভারতের তরফে এই দেশের উন্নয়নের জন্য অর্থ সাহায্য করা হচ্ছে।

তালিবানের আলোচনাকারী দলের প্রাক্তন সদস্য সোহেল শাহিন ভারতের এই বাজেটকে স্বাগত জানিয়েছেন। এপ্রসঙ্গে তিনি বলেন, "আফগানিস্তানের উন্নয়নের জন্য ভারতের সাহায্যকে সমর্থন জানাচ্ছি। এটা দুই সম্পর্ক ও বিশ্বাসের জায়গাটিকে দৃঢ় করবে।"