কাবুল, ১৫ অগাস্ট: আফগানিস্তান (Afganistan) ছাড়লেন প্রেসিডেন্ট আশরফ ঘানি (Ashraf Ghani)। সূত্রের খবর, তিনি তাজিকিস্তান রওনা দিয়েছেন। সূত্রের খবর, ঘানির ঘনিষ্ঠ সহযোগীরাও দেশ ছেড়েছেন। এর আগে, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদি বলেছিলেন যে রাষ্ট্রপতি দেশের সঙ্কট সমাধানে ক্ষমতা রাজনৈতিক নেতাদের হাতে তুলে দিয়েছেন।
মোহাম্মদি বলেন, দেশের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল সোমবার দোহা যাবে। প্রতিনিধিদলে ইউনুস কানুনি, আহমদ ওয়ালি মাসুদ, মোহাম্মদ মহাকিক-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা রয়েছেন। আরও পড়ুন: Afganistan Crisis: তালিবান ক্ষমতায়, ১২৯ যাত্রী নিয়ে কাবুল থেকে দিল্লি রওনা দিল এয়ার ইন্ডিয়ার শেষ বিমান
Afghanistan President Ashraf Ghani has left that country, reports TOLOnews quoting sources
(File photo) pic.twitter.com/yOvHUyfjO4
— ANI (@ANI) August 15, 2021
তালিবানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রাজনৈতিক চুক্তির পর ঘানি পদত্যাগ করবেন এবং ক্ষমতা একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দেবেন, এটাই ঠিক ছিল। এদিকে আফগানরা বলেছেন যে তাঁরা রাজনৈতিক নিষ্পত্তির মাধ্যমে দেশে চলমান হিংসার অবসান চান।