কাবুল, ২৬ অগাস্ট: বৃহস্পতিবার সন্ধ্যায় পরপর দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল (Kabul) বিমানবন্দর। প্রথমটি কাবুল বিমানবন্দরের অ্যাবে গেটে হয়। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে বিমানবন্দর সংলগ্ন ব্যারন হোটেলের কাছে। কাবুল বিমানবন্দরের অ্যাবে গেট থেকে ব্যারন হোটেলের দূরত্ব খুব বেশি নয়। এমনই জানানো হয় পেন্টাগনের (Pentagon) তরফে।
We can confirm that the explosion at the Abbey Gate was the result of a complex attack that resulted in a number of US & civilian casualties. We can also confirm at least one other explosion at or near the Baron Hotel, a short distance from Abbey Gate. We will continue to update.
— John Kirby (@PentagonPresSec) August 26, 2021
আমেরিকার পাশাপাশি রাশিয়ার তরফেও জানানো হয়, পরপর দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর। আত্মঘাতী জঙ্গিরাই ওই বিস্ফোরণ ঘটায় বলে খবর। যার জেরে কমপক্ষে শিশু সহ ১৩ জনের মৃত্যু হয়।
Video: Casualties from bombing attacks at the Kabul airport have been transferred to Emergency Hospital. Reuters quoted a Taliban official saying at least 13 people have been killed. The US Pentagon is reporting at least 2 blasts, one near Abbey Gate & the other near Baron Hotel. pic.twitter.com/vgs7pudEcA
— TOLOnews (@TOLOnews) August 26, 2021
আরও পড়ুন: Kabul Blast: ভয়াবহ বিস্ফোরণ কাবুল বিমানবন্দরে, শিশু সহ মৃত্যু কমপক্ষে ১৩ জনের
বৃহস্পতিবার সকাল থেকেই কাবুল বিমানবন্দর (Kabul Airport) নিয়ে সতর্কতা জারি করে আমেরিকা। কাবুল বিমানবন্দরের অ্যাবে সহ অন্য গেটগুলি যাতে মার্কিন নাগরিকরা এড়িয়ে যান, সে বিষয়ে সতর্কতা জারি করে ওয়াশিংটন। আমেরিকার (US) পর ব্রিটেন (UK), অস্ট্রেলিয়ার (Australia) তরফেও জারি করা হয় সতর্কতা। ব্রিটিশ ,কিংবা অস্ট্রেলিয়ানরা কাবুল বিমানবন্দরে যাবেন না। আফগানরাও কাবুল বিমানবন্দর এড়িয়ে চলুন বলে সতর্কতা জারি করে ব্রিটেন, অস্ট্রেলিয়া, আমেরিকা।