কাবুল, ১৯ এপ্রিল: ফের বিস্ফোরণে (Blast) কেঁপে উঠল কাবুল (Kabul)। এবার আফগানিস্তানের (Afghanistan) রাজধানী শহর কেঁপে ওঠে প্রবল বিস্ফোরণের জেরে। যার জেরে বেশ কয়েকজনের মৃত্যুর খবর মেলে। আফগানিস্তানের রাজধানী শহরে প্রবল বিস্ফোরণের জেরে গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
রিপোর্টে প্রকাশ, মঙ্গলবার সকালে পশ্চিম কাবুলের মুমতাজ স্কুলে প্রথম বিস্ফোরণ হয়। দ্বিতীয় বিস্ফোরণ হয় আবদুল রহিম শাহিদ স্কুলে। কাবুলের স্থানীয় এক সংবাদিক নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিস্ফোরণের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন। সেখানেই তিনি জানান, পশ্চিম কাবুলের একটি স্কুলে ঢুকে পড়ে আত্মঘাতী জঙ্গি। এরপরই স্কুল চত্ত্বেই হয় বিস্ফোরণ। শিয়া অধ্যুষিত এলাকার ওই স্কুলে বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: Russia-Ukraine War: পূর্ব ইউক্রেন দখলে নতুন করে হানাদারি রাশিয়ার, হার মানব না, প্রতিজ্ঞ জেলেনস্কি
A suicide bomber struck a school in Kabul’s Dashte Barchi, a predominantly Shia neighborhood. The blast occurred in the main exit of Abdul Rahim Shahid School where crowds of students were there, one teacher told me who surprisingly escaped the attack. Fear of high casualties.
— Ehsanullah Amiri (@euamiri) April 19, 2022
তবে কে বা কারা পশ্চিম কাবুলের পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় জড়িত, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।