তসলিমা নাসরিন, ছবি ইনস্টাগ্রাম

দিল্লি, ২০ অগাস্ট: আফগানিস্তানে (Afghanistan) তালিবান ক্ষমতা দখলের পর থেকে গোটা বিশ্ব জুড়ে জোর চর্চা শুরু হয়েছে৷ দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানে ফের ক্ষমতা দখলের পর তালিবানের (Taliban) ভয়ে দেশ ছাড়তে শুরু করেছে বহু মানুষ৷ আফগানিদের যাতে আশ্রয় দেওয়া হয়, ইতিমধ্য়েই রাষ্ট্রসংঘের তরফে বিশ্বের তাবড় দেশের কাছে সেই আবেদন জানানো হয়েছে৷ এসবের মাঝে এবার ফের তালিবানকে একহাত নিয়ে চিনের বিরুদ্ধে আক্রমণ করলেন তসলিমা নাসরিন (Taslima Nasreen)৷

নিজের সোশ্যাল হ্যান্ডেলে চিনের (China) বিরুদ্ধে বিষোদগার করেন বাংলাদেশের জনপ্রিয় লেখিকা৷ তসলিমা অভিযোগ করেন, জিনজিয়াং প্রদেশে মসজিদ ভেঙে দিচ্ছে চিন৷ অথচ আফগানিস্তানে তারা মসজিদ তৈরি করবে৷ চিনের ভিতরে কোনও সময় সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হয় না৷ অথচ দেশের বাইরে সন্ত্রাসবাদ নিয়ে চিন কখনও ভাবতে চায় না৷ তেমনই দেশের ভিতরে কখনও কোভিড ছড়াতে দেয় না চিন৷ কিন্তু দেশের বাইরে করোনা ছড়ালে চিনের কখনও কোনও সমস্যা হয় না বলে আক্রমণ করেন তসলিমা৷

আরও পড়ুন: Afghanistan: তালিবানের হাত থেকে বাঁচাতে সন্তানকে মার্কিন সেনার হাতে তুলে দেওয়ার চেষ্টা মায়ের, ভাইরাল ভিডিয়ো

তালিবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে একের পর এক আক্রমণ শুরু করেন বাংলাদেশের এই জনপ্রিয় লেখিকা৷ তালিবান এবার মহিলাদের ক্ষমতায়ন এবং বাক স্বাধীনতা নিয়ে কথা বলছে অথচ কাবুলের (Kabul) বিভিন্ন পার্লারে যেখানে মহিলা মডেলদের ছবি রয়েছে, তা মুছে দেওয়া হচ্ছে বলেও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের তরফে অভিযোগ করা হয়৷