রাষ্ট্রসংঘের হয়ে যে আফগান মহিলারা কাজ করবেন, সামাজিকভাবে তাঁকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তালিবান সরকার। রাষ্ট্রসংঘের হয়ে যে মহিলারা কাজ করবেন, তাঁদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত আফগানিস্তানের একেবারে নিজস্ব বিষয় বলে মন্তব্য করা হয় তালিবান সরকারের তরফে। সে বিষয়ে বাইরের কোনও দেশ যাতে কোনওভাবে মাথা না ঘামায়, সে বিষয়ে মত প্রকাশ করা হয়েছে তলিবান সরকারের তরফে।
The decision to ban Afghan women from working for the United Nations was an "internal social matter", the country's Taliban authorities said Friday, a day after the UN Security Council demanded they overturn the rulinghttps://t.co/MLCkJ6qfxv
— AFP News Agency (@AFP) April 28, 2023