দিল্লি, ১০ অক্টোবর: ভারতে (India) এসে তালিবান মন্ত্রী (Taliban) আমির খান মুত্তাকি (Amir Khan Muttaqi) যা বললেন, যা শুনে আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ভারত সফরে হাজির হয়ে তালিবান মন্ত্রী আমির মুত্তাকি বলেন, লস্কর-ই-তইবা থেকে জইশ-ই-মহম্মদের জঙ্গি গোষ্ঠীগুলি আগে আফগানিস্তান থেকে নিজেদের সংগঠনকে চালাত। কিন্তু তালিবান ক্ষমতায় আসার পর লস্কর, জইশের মত জঙ্গি সংগঠনগুলিকে আফগানিস্তানের মাটি থেকে উপড়ে ফেলেছে। জঙ্গিদের কোনও জায়গা আফগানিস্তানে নেই বর্তমানে। তাই পাকিস্তানেরও একই পথ অবলম্বন করা উচিত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আফগানিস্তানকে দেখে পাকিস্তানের লড়াই করা উচিত বলে ইসলামাবাদকে কড়া বার্তা দেন মুত্তাকি।
সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে আমির মুত্তাকি আরও বলেন, আফগানিস্তানে বর্তমানে আর কোনও জঙ্গি ঘাঁটি নেই। কোনও জঙ্গি সংগঠনের হাতে কোনও ক্ষমতা নেই আফগানিস্তানে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ ছড়ানোর। সন্ত্রাসবাদকে নির্মূল করে কীভাবে শান্তি স্থাপন করতে হয়, আফগানিস্তানকে দেখে অন্য দেশের শেখা উচিত। নাম না করেই ভারতে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেয় আফগানিস্তানের বিদেশমন্ত্রী।
এসবের পাশাপাশি কাবুলে যেভাবে হামলা চালিয়েছে পাকিস্তান (Pakistan), তার কড়া নিন্দা করেন মুত্তাকি। তিনি বলেন, শান্তি স্থাপনের পরিবর্তে কোনও কোনও দেশ শত্রুতাকে আরও বাড়িয়ে দিচ্ছে বিনা কারণে। এভাবেও মুত্তাকি কটাক্ষ করেন পাকিস্তানকে।
শুধু তাই নয়, পাক-আফগান সীমান্তে যে গন্ডাগোল হচ্ছে, তাতে তালিবান সরকারের কোনও হাত নেই। আফগানিস্তানকে নিয়ে পাকিস্তান যে মনোভাব পোষণ করে, তা পুরোপুরি ভুল। সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান যে ধরনের সমস্যায় পড়ছে, তা তাঁদের নিজেদের সমাধান করতে হবে। আফগানিস্তানের উপর দোষারোপ করে কোনও সমস্যার সমাধান হয় না। তাই আফগানিস্তান আলোচনায় তৈরি। পাকিস্তানকে এগিয়ে এসে আলোচনায় অংশ নিতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে বলে বলেও মন্তব্য করেন আমির মুত্তাকি।