কাবুল, ১৪ অগাস্ট: গোটা আফগানিস্তান (Afghanistan) জুড়ে দখলদারি শুরু করেছে তালিবান। শুক্রবার লোগার প্রদেশ দখল করা হয় তালিবানের তরফে। আফগানিস্তানের এক প্রশাসনিক কর্তা জানান, কাবুলের দক্ষিণ দিকের সবচেয়ে বড় শহর লোগার প্রদেশ আপাতত পুরোটাই নিজেদের কবজায় নিয়েছে তালিবান (Taliban) ।
লোগার প্রদেশ ( Logar Province) দখল করে তালিবান কি এবার ক্রমশ আফগানিস্তানের রাজধানীর দিকে এগোচ্ছে, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে আফগান সরকারের কপালে। শুধু তাই নয়, লোগার প্রদেশ দখলের পর সেখানকার প্রশাসনিক কর্তা থেকে থেকে উচ্চবিত্ত, প্রায় প্রত্যেকেই কাবুলে পালিয়ে যান।
আরও পড়ুন: Taliban: 'আফগানিস্তানকে সেনা সাহায্য করলে ফল ভুগবে ভারত', হুমকি তালিবানের
Afghan lawmaker says Taliban capture Logar province, just south of capital Kabul: Associated Press
— ANI (@ANI) August 14, 2021
কাবুল (Kabul) দখল করে, তাকে গোটা বিশ্বের কাছ থেকে বিচ্ছিন্ন করাই তালিবানের প্রধান উদ্দেশ্য বলে সম্প্রতি আশঙ্কা প্রকাশ করা হয় পেন্টাগনের একটি রিপোর্টে। এরপরই আফগানিস্তানের মানুষকে সুরক্ষা দিতে আমেরিকার তরফে আফগানিস্তানে সেনা পাঠানো হয়।