বিভিন্ন স্থান বিশেষ করে পাকিস্তান থেকে আফগান (Afgan) নাগরিকদের তাদের নিজের দেশে ফিরে যেতে চলে বলা হয়েছে। এই নিয়ে যাতে নতুন করে কোন রাজনৈতিক ইস্যু না তৈরী করার আহব্বান জানানো হল তালিবানের তরফে।
তালিবান অর্থনৈতিক বিষয়ে উপমুখ্যমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার এই বিষয়টির সমালোচনা করেছেন এবং তাদের সঙ্গে যাতে আইসঙ্গতভাবে ব্যবহার করা হয় সে বিষয়টি জানিয়েছেন তিনি।
সোমবার আর্ন্তজাতিক পরিযায়ী দিবস উপলক্ষ্যে এমন মন্তব্য করেন তিনি। নভেম্বরে পাকিস্তানের কেয়ার টেকার সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ক্যাম্পেনের মাধ্যমে বিদেশীদের দেশ থেকে বের করার ব্যবস্থা করা হয়।বিদেশীদের অধিকাংশই আফগান ছিলেন। পাকিস্তানের এই সিদ্ধান্তে বিভিন্ন দেশে সমালোচনা শুরু হয়।
পাকিস্তানের সরকারের তরফে খোঁজ নিয়ে দেখা গেছে ১.৭ মিলিয়নেরও বেশি আফগান অবৈধভাবে পাকিস্তানে রয়েছেন।তাই তারা তোরকহাম এবং চামান সীমান্ত দিয়ে আফগানিস্তানে পাড়ি দিয়েছেন।
সাম্প্রতিককালে ইরানের গৃহমন্ত্রীর তরফে ৪ লক্ষ আফগান নাগরিককে দেশ থেকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে।
Afghanistan: Taliban calls on nations to not use Afghan refugees as 'political tool'
Read @ANI Story | https://t.co/owZkssPdyX#Afghanistan #Taliban #Afghanrefugees pic.twitter.com/WV62rM5Spk
— ANI Digital (@ani_digital) December 19, 2023