Pakistani Soldiers Pants Paraded In Afghanistan (Photo Credit: X/Screengrab)

Afghanistan-Pakistan clash: পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সংঘর্ষের জেরে পাক সেনা যে বেকায়দা মার কাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। আফগান তালিবানরা জোরদার মারধর শুরু করেছে পাক সেনাকে। আর এবার আফগান তালিবানের তরফে যা করা হল, তা দেখে লজ্জায় মুখ ঢাকতে হচ্ছে পাকিস্তানকে।

পাক সেনাকে মেরেধরে, পাকড়াও করে, তাদের প্যান্ট হাতে নিয়ে ঘুরছে তালিবান। আফগানিস্তানের রাস্তায় গাড়িতে চড়ে ধৃত পাক সেনা কর্মীদের প্যান্ট ওড়াতে ওড়াতে যেতে দেখা যাচ্ছে তালিবানকে।

দেখুন পাক সেনার প্যান্ট কীভাবে ওড়াচ্ছে তালিবান...

 

আরও পড়ুন: Pakistan-Afghanistan Clash: পাক সেনার পোশাক খুলে নিল তালিবান, দেখুন ভিডিয়ো

পাকিস্তান-আফগানিস্তানের সংঘর্ষ বিরতি 

আগামী ৪৮ ঘণ্টা যুদ্ধ করবে না পাকিস্তান এবং আফগানিস্তান। দুই দেশের যুদ্ধ বিরতি সম্পন্ন হয়েছে। যার জেরে পাক, আফগান সীমান্ত আপাতত শান্ত বলেই জানা যাচ্ছে। তবে এই যুদ্ধ বিরতি ৪৮ ঘণ্টার পরও বহাল থাকে কি না, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দাবি 

পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের দাবি, তালিবান যে যুদ্ধ করছে, তা 'ভারতের ইন্ধনে'। নয়া দিল্লির সিদ্ধান্ত অনুযায়ী, আফগান তালিবান পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে বলে দাবি খোয়াজা আসিফের। যদিও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যে দাবিই করুন না কেন, সে বিষয়ে দিল্লির তরফে পালটা কোনও মন্তব্য করা হয়নি।

সংঘর্ষ বিরতি নিয়ে তালিবানের দাবি

এদিকে তালিবান সরকারের মুখপাত্র দাবিউল্লাহ মুজাহিদের দাবি, পাকিস্তানের সঙ্গে যে সংঘর্ষ বিরতি হয়েছে, তা ইসলামাবাদের চাপাচাপিতে। পাকিস্তানই যুদ্ধ বিরতির জন্য চাপ দিতে শুরু করে বলে দাবি জাবিউল্লাহের।

তবে পাকিস্তানের দিক থেকে যদি সংঘর্ষ না চালানো হয়, যুদ্ধে ইন্ধন দেওয়া না হয়, তাহলে শান্তি প্রক্রিয়া তারাও বহাল রাখবে বলে জানানো হয় আফগান তালিবানের তরফে।