Kunar River (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৪ অক্টোবর: এবার ভারতের (India) রাস্তায় চলতে চাইছে আফগানিস্তান (Afghanistan)। দিল্লির (Delhi) সূত্র ধরেই এবার পাকিস্তানের দিকে নদীর জলের প্রবাহ বন্ধ করতে চাইছে তালিবান সরকার। পহেলগাম হামলার পর ভারত যেভাবে সিন্ধুর জলের গতিপথ রুদ্ধ করে দেয়, সেই একই পথে চলতে চাইছেন আফগানরা। রিপোর্ট এমন খবর প্রকাশ্যে আসে।

অর্থাৎ পাকিস্তানের জলের প্রবাহ বন্ধ করতে আফগানিস্তান বাধ নির্মাণ করবে কি না, তা নিয়ে চর্চা তুঙ্গে।

আরও পড়ুন: Pakistan: পাকিস্তানের দুর্দশা, নিজের দেশের একাধিক এলাকা থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে পাক সেনা? বন্দুক উঁচিয়ে ঘুরছে টিটিপি

দেখুন এই সেই আফগানিস্তানের কুনার নদী...

 

কুনার নদী

হিন্দুকুশ পর্বতমালা থেকে উৎপন্ন কুনার নদীর (Kunar River)  জল আফগানিস্তানে যেমন বইছে, তেমনি পাকিস্তানের খাইবার পাখতুনওয়া এনং নানগরহর প্রদেশেও প্রবাহিত। কাবুল নদী এবং কুনার নদীর জলের যে যৌথ প্রবাহ, তার উপর পাকিস্তানের অনেকাংশ নির্ভর করে। ফলে জল আটকাতে আফগানিস্তান যদি নদীর উপর বাধ তৈরি করে, তার প্রভাব পাকিস্তানের উপর যে বিস্তৃতভাবে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। আর আফগান মন্ত্রীর বক্তব্যে সেই ইঙ্গিতই মিলছে বহুলভাবে।

২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালিবান ২.০। সেই থেকে আফগানিস্তানের নিজস্ব সত্ত্বা রক্ষার লড়াইয়ে নেমেছে পাকিস্তান। ইসলামাবাদ যাতে কোনওভাবে কাবুলের অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলাতে না পারে, সেই চেষ্টা চলছে। দুই দেশের সীমান্ত সংঘর্ষের পর যার নবতম সংযোজন নদীর জল আটকানোর হুমকি এবং বাধ নির্মাণের ইঙ্গিত।