নিজের দেশে শক্তি হারাচ্ছে পাকিস্তানি সেনা (Pakistan Army)? দেশের ভিতরেই ক্রমাগত নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে অসীম মুনিরের (Asim Munir) নিয়ন্ত্রণাধীন সেনা বাহিনী? এমন ছবি এবার পাকিস্তান (Pakistan) থেকে উঠে আসতে শুরু করেছে। যেখানে পেশোয়ারের রাস্তায় টহল দিতে দেখা যায় তেহরিক-ই-তালিবানের (TTP) কর্মীদের। রাস্তার উপরেই হাতে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের।

পাক সেনার চেকপোস্টের জায়গা কীভাবে দখল করছে টিটিপি, তা নিয়ে উঠছে প্রশ্ন। পেশোয়ারের রাস্তায় যেভাবে টিটিপি কর্মীদের ছড়িয়ে, ছিটিয়ে থাকতে দেখা যায়, তা শেহবাজ় শরিফ প্রশাসনের জন্য খুব একটা ভাল ছবি নয় বলেই মনে করছেন অনেকে।

সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তান। পাক সেনা বাহিনী এবং পুলিশের সঙ্গে টিটিপির সংঘর্ষ শুরু হয়। যার জেরে বেশ কয়েকজনের মৃত্যুর খবর মেলে খাইবার পাখতুনওয়া প্রদেশে। গত ৮ অক্টোবর টিটিপির সঙ্গে পাক সেনার সংঘর্ষ শুরু হয়। এরপর ২১ অক্টোবর টিটিপি কমান্ডার কাজ়িমকে ধরে দিতে পারলে, পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করে পাকিস্তানি সেনা।

আরও পড়ুন: Pakistan: 'মায়ের ব্যাটা হলে আমাদের সঙ্গে লড়ুন', অসীম মুনিরকে বলল পাক তালিবান

দেখুন পাকিস্তানের রাস্তার কী পরিস্থিতি...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)