Afghanistan Earthquake (Photo Credit: X)

দিল্লি, ১ সেপ্টেম্বর: রবিবার মাঝরাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান (Afghanistan Earthquake)। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬। মাঝরাতের কম্পনের জেরে আফগানিস্তানে এখনও পর্যন্ত ১২ জনের বেশি মানুষের মৃত্য়ু হয়েছে। আহত বহু। ভেঙে পড়েছে বহু বাড়ি, ঘর।

পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে এই কম্পন অনুভূত হয়। যার জেরে আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানের (Pakistan) বহু অংশও কেঁপে ওঠে। প্রাথমিকভাবে ১২ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেলেও, তালিবান (Taliban) সরকারের মতে, এই সংখ্যাটা মারাত্মকভাবে বাড়তে পারে। ফলে কোথায়, কোন মানুষ আটকে রয়েছেন, ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: Earthquake In Afghanistan:মধ্যরাতে জোরাল ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, মৃতের সংখ্যা ৯, আহত কমপক্ষে ১৫

কম্পন অনুভূত হতেই রাতের অন্ধকার ফুঁড়ে যেমন মানুষের আর্তনাদ কানে বাজতে শুরু করে, তেমনি সরকারের তরফেও শুরু হয়ে যায় উদ্ধার কাজ। ধ্বংসস্তূপ সরিয়ে দুর্গতদের বাইরে বের করে আনার চেষ্টা চলছে।

দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো যেখানে ভূমিকম্পে প্রায় তছনছ হয়ে গিয়েছে আফগানিস্তানের একটি গোটা এলাকা...

 

দেখুন মাঝরাতে কীভাবে কাঁপতে শুরু করে কুনার প্রদেশ...

 

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ মাত্রার জোরাল কম্পনে আফগানিস্তানের নোরগুল, সুকি, ওয়াতাপুর, মানুগি এবং কুনার প্রদেশের চাপাদারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। প্রত্যন্ত এলাকাগুলিতে বাড়ি, ঘর ভেঙে পড়ে কোথায় কে আহত অবস্থায় পড়ে রয়েছেন, সে বিষয়ে শুরু হয়েছে খোজ খবর।