নয়াদিল্লিঃ জোরাল ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩। কমপক্ষে তিনবার কম্পন অনুভূত হয় বলে খবর। এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত আরও ১৫ জন। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, সোমবার রাত ১২ টা বেজে ৪৭ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের মূলকেন্দ্র ছিল জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে। এছাড়া উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে।
ফের আফগানিস্তানে ভূমিকম্প, কম্পনের মাত্রা কত?
এই ভূমিকম্পের ২০ মিনিট পরেই ফের কম্পম অনুভূত হয়। দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল ৪.৫। সেবার উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে আফগানিস্তানজুড়ে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত ১৫। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।অন্যদিকে আফগানিস্তানে ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয় পাকিস্তান ও উত্তর ভারতের বেশকিছু জায়গায়। দিল্লি ও সংলগ্ন এলাকায় বেশ জোরাল কম্পন অনুভূত হয়। কাঁপতে শুরু করে বাড়িঘর। আতঙ্কে মাঝরাতে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন লোকজন।
মধ্যরাতে জোরাল ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, মৃতের সংখ্যা ৯, আহত কমপক্ষে ১৫
An earthquake of magnitude 6.3 occurred in Afghanistan at 12.47 IST today: National Centre for Seismology pic.twitter.com/H8qfXeib7J
— ANI (@ANI) August 31, 2025