Afghanistan Earthquake: ভূমিকম্পের (Earthquake) ভয়াবহতা যেন কাটছেই না আফগানিস্তানে (Earthquake In Afghanistan)। এবার ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। যার জেরে এবার তালিবান সরকারের দেশে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত আড়াইশোর বেশি।
রিপোর্টে প্রকাশ, আফগানিস্তানের মাজার-ই-শরিফ কেঁপে ওঠে রবিবার মধ্য রাত। ঘড়িতে তখন রাত ২টোর কাটা, দুইয়ের ঘর পেরিয়েছে। ওই সময় হঠাৎ করে আফগানিস্তানের মাজার-ই-শরিফ যেন দুলতে শুরু করে। ভয়াবহ কম্পন ক্যামেরায় ধরা পড়তেই তা নিয়ে আতঙ্ক ছড়ায় হু হু করে।
আরও পড়ুন: Earthquake Hits Afghanistan: জোড়াল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা কত?
দেখুন কীভাবে কেঁপে উঠল আফগানিস্তানের মাজার-ই-শরিফ...
CCTV footage shows the moment a strong M6.3 earthquake struck Mazar-e-Sharif, Afghanistan, a short while ago. pic.twitter.com/NX0o04Ggi5
— Weather Monitor (@WeatherMonitors) November 2, 2025
জানা যাচ্ছে, মাজার-ই-শরিফের বাল্ক প্রদেশে ভূমিকম্পের জেরে ৯ জনের মৃত্যু হয়। সামাঙ্গন প্রদেশে আহতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে।
গত এক মাস আগে আফগানিস্তান আরও একবার কেঁপে ওঠে ভয়াবহ কম্পনের। যার জেরে ২,২০০ জনের মৃত্যু হয়। সেই রেশ কাটতে না কাটতে এবার ফের আরও একটি ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। এবারও যার ভয়াবহতা অত্যধিক বেশি।
কম্পন ধরা পড়ল ক্যামেরায়
মাজার-ই-শরিফ মধ্যরাতে কেঁপে ওঠায়, সেই কম্পন ক্যামেরা বন্দি হয়। যেখানে গোটা এলাকা থরথর করে কেঁপে উঠতে দেখা যায়। ভূমিকম্পের পর প্রাথমিক রিপোর্টে তার মাত্রা ৬.২ মাত্রা জানা যায়। পরে ইউএসজিএসের তরফে জানানো হয়, ওই কম্পনের মাত্রা ছিল ৬.৩।
প্রাথমিকভাবে ৯ জনের মৃত্যুর খবর মিললেও, আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলাকারী দলের কথায়, সময় যত গড়াবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ফলে পূর্ণাঙ্গ রিপোর্ট আরও পরে মিলবে বলেই মনে করছে সে দেশের বিপর্যয় মোকাবিলাকারী দল।