নয়াদিল্লিঃ ফের ভূমিকম্পে (Earthquake)কেঁপে উঠল আফগানিস্তান(Afghanistan)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।আফগানিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, স্থানীয় সময় রাত ১ টা নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফ এবং খল্ম শহর। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২৮ কিলোমিটার নীচে। কম্পনের মাত্রা এতটাই তীব্র ছিল যে কেঁপে ওঠে উজবেকিস্তান, তাজাকিস্তান ও তুর্কমেনিস্তান। আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয়রা। ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বহু বাড়িঘর। ভেঙে গিয়েছে ঘরবাড়ির দেওয়াল। সোমবার সকাল হতেই শুরু হয়েছে উদ্ধারকার্য। অন্যদিকে ইতিমধ্যেই আফগানিস্তান জুড়ে জারি কমলা সতর্কতা।
উল্লেখ্য, ১৭ অক্টোবর ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। সেবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছিল জম্মু-কাশ্মীরেও। এছাড়া গত সেপ্টেম্বর মাসজুড়ে একের পর এক ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পের জেরে মৃত্যু হয়েছে দু’হাজারেরও বেশি মানুষের। জখম প্রায় হাজার তিনেক মানুষ।
জোড়াল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
🚨 BREAKING: A 6.3 magnitude earthquake has struck northern Afghanistan.
Reports from Aseel Atalaan confirm that Samangan, Mazar, Nawshaad, Tashqurghan, and Khulm have all been shaken.
The Kabul–Mazar road is blocked, and shops in Tashqurghan are destroyed.
Aseel’s emergency… pic.twitter.com/P2K8OOuhbu
— Aseel (@ASEELApp) November 3, 2025