Kabul Blast: কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, ১৯ জনের মৃত্যু, আহত শতাধিক
Kabul Blast (Photo Credit: Twitter)

কাবুল, ২ নভেম্বর: কাবুলে পরপর বিস্ফোরণ (Blast)। যার জেরে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় একশোরও বেশি। আহতদের কাবুলের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

রিপোর্টে প্রকাশ, কাবুলে (Kabul) সেনা হাসপাতালের পাশে আত্মঘাতী বিস্ফোরণ হয় মঙ্গলবার। জানা যায়, মঙ্গলবার হাসপাতাল চত্বরে ঢুকে পড়ে বেশ কয়েকজন বন্দুকধারী। এরপর ওই বন্দুকধারীদের উপস্থিতিতে আত্মঘাতী বিস্ফোরণে ওই চত্বর কেঁপে ওঠে। বিস্ফোরণ এবং গুলিতে পরপর ১৯ জনের মৃত্যু হয়। আহত প্রায় শতাধিক। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন আজকের বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

আরও পড়ুন:  Virat Kohli: 'ভালবাসার কেউ নেই, ওঁদের হৃদয় ঘৃণায় ভরা', বিরাটকে মনের জোর যোগালেন রাহুল গান্ধী

সম্প্রতি আফগানিস্তানে (Afghanistan) ক্ষমতা দখল করে তালিবান (Taliban)। তালিবানের হাতে ক্ষমতা যাওয়ার  কাবুল ছেড়ে পালাতে শুরু করেন বহু মানুষ। যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়।