Afghan President Ashraf Ghani: দ্বিতীয় বারের জন্য রাষ্ট্রপতি পদে শপথ আফগানিস্তানের আশরাফ ঘানির
আশরাফ ঘানি(Photo Credits: ANI/File)

কাবুল, ৯ মার্চ: দ্বিতীয় বারের জন্য রাষ্ট্রপতির পদে বসলন আফগানিস্তানের আশরাফ ঘানি (Afghan President Ashraf Ghani)। তাঁর প্রতিদ্বন্দ্বি আবদুল্লা আবদুল্লা এমন একটি কাজ করেছে যাতে তালিবানের সঙ্গে শান্তি আলোচনা শুধু ভেস্তেই যাবে না। আফগানিস্তানকে বড়সড় বিপদের মধ্যে পড়তে হতে পারে। এসব থেকে দেশকে ফের স্থিতাবস্থায় আনতে পারেন তিনি, তাই আশরাফ ঘানি দ্বিতীয় বারের জন্য তখতে বসলেন। আরও পড়ুন-Coronavirus Scare: চিনের পর ইতালি, করোনার ত্রাসে ‘গৃহবন্দি’ ১ কোটি ৬০ লক্ষ, বাংলাদেশে আক্রান্ত ৩

দ্বিতীয় বারের জন্য দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ অনুষ্ঠানে ঘানি বলেন, “আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি পবিত্র ধর্ম ইসলামকে সম্মান করব ও সুরক্ষিত রাখব। একই সঙ্গে দেশের সংবিধানের তদারকি করব ও তার ঠিকঠাক প্রয়োগ করব।” প্রায় ১০০ জনের উপস্থিতিতে শপথ নেন আশরফ ঘানি। আমন্ত্রিতর তালিকায় ছিলেন বিদেশি অতিথি অভ্যাগত, কূটনীতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।