Afghan President Ashraf Ghani: ঈদ উপলক্ষে হামলায় বিরতি তালিবানের,  প্রতিদানে প্রায় ২ হাজার বন্দিকে মুক্তি দিল আফগানিস্তান
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি (Photo Credits: ANI/File)

কাবুল, ২৫মে: ঈদের ছুটিতে আফগানিস্তানে কোনওরকম হামলা চালাবে না তালিবান। কট্টরপন্থীদের তরফে স্বেচ্ছায় এমন যুদ্ধ বিরতির প্রস্তাব আসার পর প্রায় ২ হাজার তালিবানি বন্দির মুক্তি প্রক্রিয়া শুরু করলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি (Afghan President Ashraf Ghani)। এই ঘটনার পর রবিবার আফগান সেনা ও বিক্ষুব্ধদের মধ্যে কোনওরকম গোলাগুলি চলার খবর মেলেনি। এককথায় প্রতিনিয়ত চলতে থাকা গুলির লড়াইয়ে যেন বিরতি পড়েছে। রমজানের পর ঈদ উপলক্ষে তিনদিনের জন্য যাবতীয় সংঘর্ষ বন্ধ রেখেছে তালিবান। এই ঘটনার পরেই তালিবানদের সঙ্গে শান্তির বার্তা মূলক আলোচনায় ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ঘানি। টুইট বার্তায় ঘানির মুখপাত্র সাদিক সিদ্দিকি জানিয়েছেন, বন্দি মুক্তির প্রক্রিয়া আসলে শুভেচ্ছার নিদর্শন। শান্তিপ্রক্রিয়াকে সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ফেব্রুয়ারিতেই মার্কিন যুক্তরাষ্ট্রে সঙ্গে তালিবানদের একটা চুক্তি হয়েছে। তাতে ঠিক হয়, আফগানিস্তানের সরকার যদি ৫ হাজার বন্দিকে মুক্তি দেয় তাহলে তালিবানদের হাতে আটক থাকা ১ হাজার আফগান সেনাকেও ছেড়ে দেওয়া হবে। বন্দি মুক্তির প্রক্রিয়ার মাধ্যমেই বহু প্রতিক্ষীত শান্তি চুক্তির পথে এগোচ্ছে আফগান সরকার ও তালিবানরা। রবিবারের গোষণার আগেই ১ হাজার তালিবান বন্দিকে মুক্তি দিয়েছে কাবুল। অন্যদিকে মেরে কেটে ৩০০ সেনাকে ছেড়েছে তালিবান। তালিবানের তরফে জানানো হয়েছে। ইতিমধ্য়ে তাদের হাজার সদস্য মুক্তি পেলেও কাবুলকে মনে রাখতে হবে যে মার্কিনিদের সঙ্গে দোহায় যে চুক্তি হয়েছিল তাতে ৫ হাজার তালিবানকে মুক্তি দেওয়ার প্রসঙ্গ ছিল। আরও পড়ুন-RIP Balbir Singh Sr: প্রয়াত কিংবদন্তী হকি খেলোয়াড় বলবীর সিং সিনিয়র, টুইটারে শোকবার্তা প্রধানমন্ত্রীর

তালিবানের মুখপাত্র সুহাইল শাহিন এক টুইট বার্তায় বলেন, তালিবানদের সঙ্গে আফগান সরকারের মধ্যেকার শান্তি প্রক্রিয়া চালু রাখতে বন্দি মুক্তির প্রতিশ্রুতি আগে পূরণ হওয়া উচিত। অন্যদিকে প্রেসিডেন্ট ঘানি জানান, শান্তির লক্ষ্যে তালিবানদের সঙ্গে বার্তালাপ করতে সরকারি প্রতিনিধি দল প্রস্তুত রয়েছে।