সম্প্রতি ভারত সফরে এসেছেন আফগানিস্তানের (Afghanistan) বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। আর এই সফরের মাঝেই সংঘর্ষ বেধেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায়। প্রথমে পাকিস্তানের তরফে এই হামলা চালানো হয়। তবে গতকাল রাতে পাক ভূখণ্ডে বড়সড় হামলা চালিয়েছে তালিবান নিয়ন্ত্রিত আফগান সেনা। এমনকী ভবিষ্যতে আফগানিস্তানের জমি আগ্রাসন করলে আরও বড়সড় হামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়াত খোয়ারাজম। এই সংঘাতের জেরে আবারও খবরের শিরোনামে উঠে এসেছে দুই পড়শি দেশ।
টিটিপি নিয়েো কী বলছেন মুত্তাকি
এদিকে পাকিস্তানের তরফে অভিযোগ করা হচ্ছে তালিবান সমর্থিত জঙ্গি সংগঠন টিটিপি দেশের অভ্যন্তরে অশান্তি ছড়াচ্ছে। যদিও এই প্রসঙ্গে মুত্তাকির জবাব, “পাকিস্তানে টিটিপির কোনও অস্তিত্বই নেই। আমরা কাবুলে ক্ষমতায় আসার আগে থেকেই পাকিস্তান সেনাবাহিনী উপজাতীয় এলাকায় অভিযান চালিয়েছিল যার ফলে বিপুল সংখ্যক লোক বাস্তুচ্যুত হয়েছিল। মার্কিন সেনাবাহিনী এবং মার্কিন-সমর্থিত প্রাক্তন সরকার তাদের আফগান মাটিতে আশ্রয় দিয়েছিল। তাঁরাই এই শরনার্থীদের বসবাস করার মতো জায়গা দিয়েছিল"।
পাকিস্তানের সমালোচনায় মুত্তাকি
মুত্তাকি আরও বলেন, দেশের অভ্যন্তরের সমস্যা মেটানোর ক্ষমতা নেই পাকিস্তানের। পাকিস্তানের বৃহত্তর সেনা বাহিনী ও উন্নত গোয়েন্দা তথ্য আছে। তারপরেও তাঁরা হামলার বিষয়ে জানতে ব্যর্থ। আমরা চাই পড়শি দেশের সঙ্গে ঝামেলা মেটাতে। কিন্তু সীমান্ত এলাকায় আবারণ আগ্রাসন বাড়লে তার জবাব আরও কড়া হতে চলেছে।