হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন নীল ছবির দুনিয়ার জনপ্রিয় তারকা এমিলি উইলইস (Emily Willis)। এই মুহূর্তে কোমায় ভেন্টিলেশনের সাপোর্টে রয়েছেন তিনি। অবস্থা সংকটজনক। যে কোন মুহূর্তে আসতে পারে দুঃসংবাদ। তাই আগাম মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছে তাঁর পরিবার। এমনকি পর্ন তারকার পরিবারের তরফে অনুরাগীদের জানানো হয়েছে, তাঁরাও যেন সেই খবরের জন্যে প্রস্তুত থাকেন।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পর্ন কুইন হিসেবে পরিচিত ২৫ বছরের এমিলি উইলসের (Emily Willis) হার্ট অ্যাটাকের কারণ তাঁর অতিরিক্ত মাদক সেবন (Drug Overdose)। ড্রাগ ওভারডোজের কারণেই হৃদরোগ এবং তার জেরে ভেন্টিলেশনের সাপোর্টে কোমায় মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন এলিমি।
অতিরিক্ত মাদক সেবন তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের (Heart Attack) ঝুঁকি বাড়িয়ে দেয় কয়েকগুণ। মাদকাসক্তির সঙ্গে বিশেষ করে অল্পবয়সী মেয়েদের অকাল হৃদরোগের সম্পর্ক রয়েছে। একসঙ্গে চার বা বেশি ধরনের মাদকের নেশা করলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রায় নয় গুন। গবেষণায় এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মাত্রাতিরিক্ত মাদকের সেবনে উচ্চরক্তচাপের সমস্যা দেখা দেয়। তা থেকে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। গাঁজা, কোকেন, হেরোইন সহ অন্যান্য মাদক নেন যাঁরা, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি। ড্রাগ ওভারডোজের কারণে স্ট্রোকে মৃত্যুর সংখ্যা নেহাত কম নয়।
শতাধিক নীল ছবিতে পারফম করা এমিলি পর্ন ইন্ডাস্ট্রিতে বেশ নাম করেছিলেন। কিন্তু ক্রমে তিনি মাদকাসক্ত হয়ে পড়ায় মাদক ছাড়াতে তাঁকে রিহ্যাবে পাঠানো হয়েছিল। রিহ্যাবে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হন পর্ন তারকা। সেই থেকে তাঁর জীবন-মৃত্যুর লড়াই শুরু।