দুবাইয়ের সবচেয়ে বড় অনলাইন লটারির নাম বিগ টিকিট লটারি। সেই লটারির ২৪৭ তম সিরিজে সবাইকে চমকে দিয়ে বাংলাদেশি প্রবাসী গাড়ি চালক রায়ফুল পেলেন ৩৫ মিলিয়ন দিরহাম। আবুধাবিতে অনুষ্ঠিত নববর্ষের প্রথম বিগ টিকিট র্যাফেল ড্রয়ের সিরিজ ২৪৭ -এ আল আইনের মোহাম্মদ রায়ফুল ১০ ডিসেম্বর, ২০২২-এ কেনা টিকিটের (নম্বর ০৪৩৬৭৮) দৌলতে সর্বকালের সবচেয়ে বড় পুরস্কার জিতেছেন। ভারতীয় মূদ্রায় পুরস্কারের মূল্য প্রায় ৭৮ কোটি টাকা।
লটারির ড্র হয়ে যাওয়ার পর উদ্যোক্তারা অনেকবার রায়ফুলের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু ৩৯ বছর বয়সী লটারি বিজয়ী তখন গাড়ি চালাচ্ছিলেন।পরে সৌভাগ্যক্রমে আয়োজকরা আল আইনের বাসিন্দার কাছে পৌঁছাতে সক্ষম হন এবং তাকে জ্যাকপট জেতার খবরটি জানান।
View this post on Instagram
জানা গেছে রায়ফুল আল আইনের একটি কোম্পানিতে গাড়ি চালক হিসেবে কাজ করেন, এবং এই গত নয় বছর ধরে এই লটারির টিকিট কিনে চলেছেন।তবে তিনি একা নন , তারা ২০ জন বন্ধুর একটি গ্রুপ সকলে মিলে অনলাইনে ড্রতে ওঠা টিকিটটি কিনেছিলেন।তাই এখন সকলে মিলেই এই পুরস্কারের অর্থ ভাগ করবে।
বিজয়ী রায়ফুল জানান আমি গত 12 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছি। তবে আমি বিশ্বাস করতে পারছি না যে আমি জিতেছি। আমি খুব উত্তেজিত এবং আনন্দিত।তবে টাকাটা কিভাবে ব্যবহার করবেন জানতে চাইলে রায়ফুল কিছু বলতে পারেন নি। কারণ তিনি কোনো পরিকল্পনাই করেননি বলেও জানিয়েছেন।