ইসলামাবাদ, ২৪ মার্চ: পাকিস্তানের ইরান গিলগিট সীমান্তে করোনা আক্রান্তের স্ক্রিনিং করতে গিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়লেন তরুণ চিকিৎসক। ফের মারণ ভাইরাস করল তরুণ চিকিৎসকের প্রাণ। মৃত চিকিৎসকের নাম উসামা রিয়াজ (Doctor Usama Riaz)। সেখানকার সরকারের তরফে এক মুখপাত্র ওই চিকিৎসকের মৃত্যুর খবর জানিয়েছেন। রবিবার রাতেই মিলেছে মৃত্যু সংবাদ। ওই চিকিৎসক দেশের সীমান্তে ইরান ফেরত তীর্থযাত্রীদের স্ক্রিনিং করছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় সরাকের তরফে টুইট করে ডাক্তার উসামা রিয়াজের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, পাকিস্তান-ইরান সীমান্তে লাগোয়া শহর তাফতান থেকে যাঁরাই আসছিলেন করোনা মোকাবিলায় তাঁদের স্ক্রিনিং করছিলেন ওই চিকিৎসক। তিনিই মূলত হাল ধরেছিলেন। আজ সেই যোদ্ধাকেই চলে যেতে হল।
পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ৭৯৯। শুধু জিবি হাসপাতালেই ৫৫ জনের শরীরে মিলেছে এই মারণ ভাইরাস। হাসপাতালের তরফে জানানো হয়েছে করোনা মোকাবিলায় মৃত চিকিৎসক উসামা রিয়াজকে জাতীয় নায়কের মর্যাদা দেওয়া হবে। ভারতেও হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার মহারাষ্ট্রে করোনা আক্রান্তের (coronavirus cases) সংখ্যা পৌঁছে গেল ১০১-এ। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে আজই তিনজন নতুন আক্রান্তের সন্ধান মিলেছে। এঁদের মধ্যে দুজন পুনের ও একজন সাতারা এলাকার বাসিন্দা। এমন কঠিন পরিস্থিতিতে রাজ্যজুড়ে কার্ফিউ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বাড়ির বাইরে না বেরোতে রাজ্যবাসীকে অনুরোধও করলেন তিনি। সোমবার ফিলিপিন্সের নাগরিক করোনা থেকে সুস্থ হওয়ার পর মারা গেলেনে। এই নিয়ে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা পৌঁছালো তিনে। যেখানে কোভিড-১৯ পজিটিভের সংখ্যা হু হু করে বেড়েই চলেছ। আরও পড়ুন-Maharashtra Coronavirus Cases Rise to 101: করোনাভাইরাসের গ্রাসে মহারাষ্ট্র, আক্রান্তের সংখ্যা ছুঁল ১০১
এনিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, “দেশে করোনাভাইরাসের সংক্রমণ ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। এখনই যদি কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা না করি তাহলে আক্রান্তে দেশগুলি ভয়াবহতাকে ছাড়িয়ে যাবে ভারত। তাই বাধ্য হয়েই কার্ফিউ জারি করতে হচ্ছে।”