ইজরায়েল-ইরান যুদ্ধের (Israel-Iran Conflict) মাঝে দুই দেশে আটকে থাকা একাধিক ভারতীয় নাগরিকদের উদ্ধার করেছে ভারত সরকার। জানা যাচ্ছে, অপারেশন সিন্ধুর মাধ্যমে এখনও পর্যন্ত ৪৪১৫ ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ইরানে আটকে ছিলেন ৩৫৯৭ জন এবং ইজরায়েলে আটকে ছিলেন ৮১৮ জন। তবে এই অভিযানে ভারতীয়দের পাশাপাশি নেপাল, শ্রীলঙ্কার নাগরিকদেরও উদ্ধার করা হয়েছে। যাঁদের মধ্যে ৯ জন নেপালী এবং ৪ জন শ্রীলঙ্কার নাগরিক ছিল। এছাড়া একজন ভারতীয় নাগরিকের ইরানি স্ত্রীকেও উদ্ধার করা হয়েছে।

ব্যবহার করা হয়েছে ভারতীয় বায়ুসেনার বিমানও

এছাড়া ১৪ জন ভারতীয় নাগরিক, যাঁদের ওভারসিজ কার্ড রয়েছে, তাঁদেরও উদ্ধার করা হয়েছে। এই অভিযানে এখনও পর্যন্ত ১৫০০ জন মহিলা ও ৫০০ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। এই অভিযানে ব্যবহার হয়েছে ১৯টি বিশেষ উদ্ধারকার্যে ব্যবহৃত বিমান এবং ভারতীয় বায়ুসেনার ৩টি সি-১৭ বিমান।

প্রসঙ্গত, বর্তমানে ইরান-ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি অব্যাহত। যারফলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এসেছে। এই যুদ্ধের মধ্যে দুই দেশেরই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের। এমনকী এই যুদ্ধের মধ্যে আমেরিকাও ঢুকে পড়েছিল। যার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়।