Russian Military (credit- Twitter)

কিভ, ১৪ জুন: ফের গণকবরের (mass grave ) হদিশ মিলল কিভে (Kiev region)। খনন করে উদ্ধার হল সাতজন সাধারণ মানুষের দেহ। পুলিশ জানিয়েছে, সাতজনকেই গুলি করে মারা হয়েছে।

সোমবার গণকবরের সন্ধান পাওয়ার পর কিভের পুলিশ প্রধান আন্দ্রি নিয়েবিটোভ বলেন, " রাশিয়ানরা সাতজন সাধারণ মানুষকে অমানুষিক অত্যাচার করার পর  তাদের মাথায় নির্মমভাব গুলি করেছে। মৃতদের বেশিরভাগেরই হাত বাঁধা ছিল। হাঁটুতে গুলি করা হয়েছিল। এখন মৃতদেহগুলিকে শনাক্ত করার কাজ চলছে।" আরও পড়ন-Lightyear Banned In Saudi Arabia: সমকামীদের চুম্বন দৃশ্য দেখানোয় সৌদি আরব, সংযুক্ত আরব আমীরশাহি ও কুয়েতে নিষিদ্ধ লাইটইয়ার

পুলিশ প্রধান জানিয়েছেন, বুচা জেলার মাইরোটোস্কে গ্রামের কাছে যেখানে রুশ সেনারা ঘাঁটি গেড়েছিল, সেখানেই গণকবর খুঁজে পাওয়া গেছে। গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর একের পর এক গণকবর উদ্ধার হয়ে চলেছে। এটি এখনও পর্যন্ত সর্বশেষ উদ্ধার হওয়া গণকবর।

গত ২৯ এপ্রিল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, "কিভে বিশাল গণকবরের সন্ধান মিলেছে। যেখানে একসঙ্গে ৯০০ জনের দেহ কবর দেওয়া হয়েছে। গত মার্চে ওই জায়গা রুশ সেনার দখলে ছিল।"

গত ২৩ এপ্রিল বুচার মেয়র অ্য়ানাটোলি ফেদ্রুক ঘোষণা করেন, কিভ থেকে ৩১ কিলোমিটার দূরে একটি গ কবরের সন্ধান মিলেছে। যেখানে রুশ সেনার হাতে নিহত ৪১২ জন জনতার দেহ উদ্ধার হয়েছে। তদন্তে জানা গেছে, শুধুমাত্র কিভের বিভিন্ন এলাকার গণকবর থেকে ১,১০০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

মারিউপর শহরের বাইরে অন্তত তিনটি গণকবরের সন্ধান মিলেছে। যেখান থেকে ১ হাজার জনতার মরদেহ উদ্ধার হয়েছে।