এবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (Hazrat Shahjalal International Airport) লাগল আগুন। এদিন দুপুরে কার্গো হোল্ড এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে ২টি ইঞ্জিন আসলেও পরবর্তীকালে পরিস্থিতির ভয়াবহতা দেখে একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে আসে। শেষপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দমকলের ৩০ গাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে বেশ কয়েকঘন্টা কেটে গেলেও পরিস্থিতি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। এদিকে অগ্নিকাণ্ডের জেরে দীর্ঘক্ষণ বন্ধ রয়েছে বিমান পরিষেবা। যার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন কাজ করছে

আন্তর্জাতিক সংবাদ সংস্থাসূত্রে খবর, স্থানীয় সময় অনুযায়ী এদিন দুপুর আড়াইটে নাগাদ আট নম্বর গেটের কাছে কার্গো হোল্ড থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। বিষয়টি দেখে বিমানবন্দরের কর্তৃপক্ষরা দমকলে খবর দেয়। ততক্ষণে আগুন ওই এলাকায় অনেকটাই ছড়িয়ে পড়ে। যার ফলে বিমানকর্মীদের তড়িঘড়ি ঘটনাস্থল থেকে সরিয়ে আনা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্তও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। যদিও এই আগুন লাগার আসল কারণ এখনও জানা যায়নি।

হতাহতের কোনও খবর নেই

তবে এই দুর্ঘটনার জেরে কার্গো হোল্ডে থাকা একাধিক যাত্রীদের জিনিসপত্র পুড়ে ছাঁই হয়ে গিয়েছে। এছাড়া কার্গোর বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে এই ঘটনার জেরে বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে বলে খবর।