পাকিস্তান, ২৭ অক্টোবর: সাতসকালেই বিস্ফোরণে কাঁপল পাকিস্তানের পেশোয়ারের (Pakistan Blast) দির কলোনি এলাকা। বিস্ফোরণটি হয়েছে স্থানীয় একটি মাদ্রাসায়। এর জেরে চার শিশু-সহ ৭ জনের মৃ্ত্যু হয়েছে। ৭০ জনের আঘাত গুরুতর। দগ্ধ ৭০ জনকে স্থানীয় লেডি রিডিৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন. বিস্ফোরণের কিছুক্ষণ আগেই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি প্লাস্টিক ভর্তি বিস্ফোরক রেখে গিয়েছিল। তখন মাদ্রাসা চলছিল। মূলত প্রাপ্তবয়স্করা এখানে অধ্যায়ন করলেও মাঝে মাঝে সকালের দিকে শিশুরাও এখানে পড়তে আসে। কে কীভাবে সকলের চোখ এড়িয়ে মাদ্রাসা চত্বরে বিস্ফোরক বোঝাই ব্যাগ রেখে গেল তা জানার চেষ্টা চলছে। আরও পড়ুন-Indian Fishermen: জলসীমা লঙ্ঘনের অভিযোগ এনে ভারতীয় মৎস্যজীবীদের উপরে ফের হামলা শ্রীলঙ্কার নৌবাহিনীর
A blast has been reported in Peshawar’s Dir Colony, according to police: Pakistan media
— ANI (@ANI) October 27, 2020
ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল চলছে তল্লাশি। গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, বিস্ফোরণে শক্তিশালী আইইডি ব্যবহৃত হয়েছে। এদিকে গত রবিবারই পাকিস্তানের বালুচিস্তানে একটি জোরাল বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। বিরোধী দলগুলির রাজনৈতিক সভা ছিল সেখানে। নিরাপত্তা ছিল যথেষ্ট। তার মধ্যেই ওই বিস্ফোরণ ঘটে। একদিন বাদে এবার পেশোয়ারে বিস্ফোরণ, সবমিলিয়ে পাকিস্তানে ছড়িয়েছে চাঞ্চল্য